শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ১৮, ২০১৭, ০২:৫০ পিএম
শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানে বাঁধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে। এ সময় পুলিশসহ ১২জন আহত হয়েছে। কয়েকটি গাড়িও ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধাওয়া ও ভাঙচুর শুরু হয়।  উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন। 

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয়। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে এক নারী পুলিশ সদস্যকে আহত হতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে নয়টার দিকে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। এরপর তারা সংখ্যায় বেশি হওয়ায় যানজট তৈরি হয়। পুলিশ তাদের সরে যেতে বললে শুরু হয় সংঘর্ষ।’


গো নিউজ২৪/এএইচ

শিক্ষা বিভাগের আরো খবর