রাবি চারুকলার সব ভাস্কর্য উল্টে দিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ১১:৪৪ এএম
রাবি চারুকলার সব ভাস্কর্য উল্টে দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের সব ভাস্কর্য উল্টো করে রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ দৃশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নজরে আসে। এ ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের শিক্ষক সিরামিক অ্যান্ড স্কালপচার বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক এবং গ্রাফিকস ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দীন টভেল বলেন, শিক্ষার্থীদের গড়া এ ভাস্কর্যগুলো মাঠে রাখা ছিল। কে বা কারা এক রাতের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে। শতাধিক ভাস্কর্য মাঠে উল্টে ফেলে রেখে গেছে। আর কিছু ভাস্কর্য শিক্ষকদের কক্ষের দরজার সামনে রেখে গেছে।

গো নিউজ২৪/এএইচ
 

শিক্ষা বিভাগের আরো খবর