এক পরীক্ষার্থীর দায়িত্বে ১০ জন!


জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৭, ০৮:১৯ পিএম
এক পরীক্ষার্থীর দায়িত্বে ১০ জন!

ময়মনসিংহ প্রতিনিধি: চলতি এইচএসসি পরীক্ষার পরিসংখ্যান বিষয়ের পরীক্ষায় ময়মনসিংহের পূর্বধলার একটি কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থীর বিপরীতে দায়িত্ব পালনে ছিলেন ১০ জন।

পূর্বধলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার উপাধ্যক্ষ আবুল কাশেম জানান, পরিসংখ্যান বিষয়ের একজন পরীক্ষার্থীর জন্য নেত্রকোনা সদর থেকে একজন শিক্ষক প্রশ্ন নিয়ে আসেন।

এছাড়া কেন্দ্রে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন হল সুপার, কক্ষ পরিদর্শক হিসেবে দুজন, নিরাপত্তার জন্য দুজন পুলিশ সদস্য, একজন করণিক ও একজন পিয়ন দায়িত্ব পালন করেন বলে জানান তিনি।

গোনিউজ২৪/এম

শিক্ষা বিভাগের আরো খবর