ফের গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের সড়ক অবরোধ


গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০১৭, ১২:২০ পিএম
ফের গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মত রাজধানীর নিউমার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী কলেজ থেকে মিছিল নিয়ে এসে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন।

তাদের অবরোধের কারণে নিউ মার্কেটের ১ নম্বর গেইট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর রোডের দিকে চারটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট।

ঢাকার আজিমপুরের এ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গতবছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই দাবিতে সোমবারও চার ঘণ্টা নিউ মার্কেট মোট অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

গত ১১ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসা এই শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হলে তারা ক্লাসে ফিরবেন না।

সোমবারের কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মঙ্গলবার আবারও অবরোধের ঘোষণা দেওয়ায় সকাল থেকেই নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। গার্হস্থ্য অর্থনীতি কলেজের আশপাশে দেখা যায় অন্তত ছয়টি পুলিশ ভ্যান।

গো নিউজ ২৪

শিক্ষা বিভাগের আরো খবর