৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৯:১৮ পিএম
৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। 

সূচি অনুযায়ী আগামী ১২ মার্চ (রোববার) থেকে ১২ এপ্রিল (বুধবার) পর্যন্ত চলবে এ মৌখিক পরীক্ষা। 

বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ডাকযোগে প্রার্থীদের প্রবেশপত্র না পাঠানোয় পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

এছাড়া গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ওই বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর। পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গোনিউজ২৪/এম
 

শিক্ষা বিভাগের আরো খবর