শিক্ষার্থীদের আন্দোলনে রুয়েটের ক্রেডিট পদ্ধতি বাতিল


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৩:২৯ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনে রুয়েটের ক্রেডিট পদ্ধতি বাতিল

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের কারনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (রুয়েট) ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিল ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রেডিট পদ্ধতি বাতিল করায় দুপুর দেড়টার দিকে অবরোধ কর্মসূচি তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন।

অবরোধ কর্মসূচি তুলে নেয়ার ফলে দীর্ঘ ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ, ছাত্রকল্যাণ পরিচালকসহ ২৪-২৫ জন শিক্ষক।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সার্বিক বিষয় বিবেচনা করে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে পুরাতন ক্রেডিট পদ্ধতি বহাল রাখা হয়েছে।একই সঙ্গে আন্দোলনরত ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের বন্ধ থাকা ক্লাস-পরীক্ষা চালু করা হবে। ওই দুই সিরিজের শিক্ষার্থীদের হলে থাকার নিষেধাজ্ঞাও তুলে দেওয়া হয়েছে।

রুয়েট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিল দাবিতে শনিবার

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি থেকে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা একের পর এক ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিলসহ আন্দোলন করে আসছিল। সর্বশেষ গতকাল শনিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দেড়টার দিকে তারা প্রশাসন ভবনের ভেতরে ঢুকে দ্বিতীয় তলায় ভিসির কার্যালয়ের সামনের বারান্দায় বসে স্লোগান দিতে থাকে। সেখানে তারা রাতভর দাবি আদায়ের জন্য অবস্থান নেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসিসহ ২৪-২৫ জন শিক্ষক।

গো-নিউজ২৪/বিএস

শিক্ষা বিভাগের আরো খবর