যথাসময়েই হবে জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৬, ০৩:০৩ পিএম
যথাসময়েই হবে জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর এ পরীক্ষা শুরু হবে।

চলতি বছর প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে সরকার। এর ফলে জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব চলে যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

গত ২০ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, তাঁরা এই পরীক্ষা নিতে প্রস্তুত নন। এই পরীক্ষার ভবিষ্যৎ কী হবে, সেটাও তাঁরা জানেন না। পরীক্ষা হবে কি হবে না, সেটির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।

 

গোনিউজ২৪/এমএইচএস

 

শিক্ষা বিভাগের আরো খবর