১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ২৩৯৮৫ জন, ফল জানবেন যেভাবে


নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:০৮ পিএম
১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ২৩৯৮৫ জন, ফল জানবেন যেভাবে

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। বৃহস্পতিবার রাতে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ৫ ও ৬ মে অনুষ্ঠিত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রার্থীরা রাত দশটার পর http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া টেলিটকে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

শিক্ষা বিভাগের আরো খবর