গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে বাড়ির মালিক ও দারোয়ান


নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০১৭, ০৯:৫০ পিএম
গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে বাড়ির মালিক ও দারোয়ান

রাজধানীর বনশ্রী এলাকায় লাইলী বেগম (২৫) নামের গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আটক বাড়ির মালিক মঈনুদ্দিন ও দারোয়ান কামালকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বনশ্রী থানার এসআই মঞ্জুর হোসেন শনিবার এই দুজনকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক ঢাকার মহানগর হাকিম একেএম মাইন উদ্দিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আশরাফ আলী জানিয়েছেন।

বেলা সাড়ে ৩টার দিকে লাইলীর ময়নাতদন্তের সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তিনি জানান, লাইলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গো নিউজ২৪/পিআর

এ সম্পর্কিত আরও সংবাদ


অপরাধ চিত্র বিভাগের আরো খবর