মোহনগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা


সাইফুল আরিফ জুয়েল,  মোহনগঞ্জ, নেত্রকোনা:  প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ১০:০৭ পিএম
মোহনগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবীর। সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্কুলের শিক্ষার্থীদের সাথে মৎস্য চাষ বিষয়ক আলোচনাসহ আরো অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও হাটবাজারসহ জনবহুল স্থানে মাছ চাষে উদ্ভুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এতে সাধারণ মানুষ মাছ চাষে আগ্রহী হবে।

হাওর এলাকায় দিন দিন মাছ কমে যাচ্ছে এ অবস্থায় মৎস্য সম্পদ রক্ষায় সকলের সচেতনতা জরুরি বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।

গো নিউজ২৪/আই
 

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর