আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।


মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৮:১১ পিএম
আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  রবি ২০২৩-২৪ প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রোলার ট্রেন্সফরমেনশন ফর নিউ টিউশন, ইন্টারপ্রেনার শিপ এন্ড রিসিলিয়ন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দানাদার (নন রাইচ ) নতুন জাতের ভেলিডেশন ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারি বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে  পিএফ এস আওতায় মাজু মাধবপুর মাঠে দানাদার নন রাইচ সরিষা বারি ১৪ জাতের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাজু ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন এসময় তিনি বলেন  আলমডাঙ্গা উপজেলায় গত বছরে ২১৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়,এবছরে ২৪৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আমাদের কৃষি বিভাগ থেকে সরিষা চাষীদের জন্য বিভিন্ন প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে আমরা আশা করছি আলমডাঙ্গায় আগামী বছর সরিষা  চাষ বাড়বে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া খাতুন, শাকিলা খাতুন, সরিষা চাষি হাফিজ, শিউলি, সিরাজুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

গোনিউজ২৪/আর এ জে

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর