ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘গুজরাট দাঙ্গার পর মোদিকে বরখাস্ত করতে চেয়েছিলেন বাজপেয়ী’


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৭:২৩ পিএম
‘গুজরাট দাঙ্গার পর মোদিকে বরখাস্ত করতে চেয়েছিলেন বাজপেয়ী’

২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার পর সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা।

যশবন্ত জানান, যদিও এল কে আদভানি বেঁকে বসায় শেষ মুহূর্তে ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন বাজপেয়ী।

ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফের জড়িয়ে গেল গুজরাট দাঙ্গার কথা।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়- যশবন্ত বলেন, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে মোদিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাজপেয়ী। মোদি নিজে থেকে না সরলে গুজরাট সরকারকে বরখাস্ত করা হবে, এমনটাই ছিল তার পরিকল্পনা।

বিষয়টি নিয়ে দলের মধ্যে একটি বৈঠকের কথা উল্লেখ করেছেন যশবন্ত। ২০০২ সালে সেই সময় গোয়াতে চলছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক।

যশবন্ত বলেন, সেই বৈঠকে মোদিকে সরানোর কথা জানাতেই বেঁকে বসেন আদভানি। মোদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে সরালে তিনি পদত্যাগ করবেন বলে পাল্টা হুমকি দেন। এর পর বাজপেয়ীর সামনে আর কিছুই করার ছিল না। আদভানির চাপেই তিনি মোদিকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

নির্বাচনের মধ্যেই নরেন্দ্র মোদিকে ফের পুরনো গুজরাট দাঙ্গার সঙ্গে জড়িয়ে দেওয়ার পাশাপাশি আইএনএস বিরাট ও রাজীব গান্ধী ইস্যুতেও দেশের প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন যশবন্ত।

আইএনএস বিরাটকে রাজীব গান্ধী ‘পার্সোনাল ট্যাক্সি’ হিসেবে ব্যবহার করেন, মোদির এই অভিযোগের প্রেক্ষিতে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী সম্পর্কে এই ভাষায় কথা বলতে পারে না।

একই সঙ্গে নরেন্দ্র মোদির প্রতি তার হুঁশিয়ারি, এই নির্বাচন হচ্ছে সরকারের কাজকর্মের নিরিখে, দেশের ইতিহাস নিয়ে নয়।

দেশের নির্বাচনে বার বার পাকিস্তান প্রসঙ্গ তুলে আনা নিয়েও শাসক দলকে তুলোধনা করেছেন যশবন্ত। তার কথায়, ভারত ও পাকিস্তানকে সমগোত্রীয় করে তোলা হচ্ছে। চীন নিয়ে কোনও চিন্তা নেই। আমাদের এই অবস্থা দেখে নিশ্চয়ই আরও খুশি হচ্ছে বেজিং।

ভোপালের যুদ্ধ দেশের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করে দেবে— সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বিজেপির এক সময়ের এই ডাকসাইটে নেতা।

এই লোকসভা নির্বাচনে ভোপালে মুখোমুখি লড়াই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বনাম মালেগাঁও কাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা-র।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও