ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০২:৫৭ পিএম আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ০৮:৫৭ এএম
তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালত বুধবার এই রায় দেন।  

রায়ে ইমরান ও বুশরাকে ১০ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া দুজনের প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

এই দণ্ডাদেশের একদিন আগেই ইমরানকে আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয় নথি প্রকাশের অভিযোগে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে পিটিআই নেতাকে দুই মামলায় ২৪ বছর দণ্ড দেওয়া হলো। এই রায়ের ফলে ইমরান খান ও তার দলের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়ল। বিশেষ করে পাকিস্তানের জাতীয় নির্বাচনে জিতে ক্ষমতার রাজনীতিতে ফেরা দলটির জন্য কঠিন হয়ে পড়ল। শুধু তাই নয়, ইমরান খান আগামী ১০ বছর সরকারি কোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন না। 

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় সময় রাষ্ট্রীয় দখলে থাকা ১৪০ মিলিয়ন রুপি বেশি মূল্যের উপহার বিক্রি করার জন্য ইমরান খানকে আগস্টে অন্য একটি আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

পরে সাজা স্থগিত করা হলেও ইমরান অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি বলেছেন, তিনি বৈধভাবে জিনিসগুলো কিনেছিলেন।

সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইমরানের সহযোগীরা দুবাইতে উপহার বিক্রি করেছে।

তোশাখানা দুর্নীতি মামলায় গত বছরের ৫ আগস্ট গ্রেফতার করা হয় সাবেক ক্রিকেটার ইমরান খান। এরপরই তোশাখানার বিষয়টি আলোচনায় চলে আসে। বিষয়টি কী, তা নিয়ে জানার আগ্রহ সবার মধ্যে।

বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে তোশাখানা সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, তোশাখানা অর্থ এমন একটি ভান্ডার যেখানে রাষ্ট্রের বিভিন্ন রকমের মহামূল্যবান উপহার সামগ্রী সংরক্ষিত থাকে। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দেশি বা বিদেশি তৈজসপত্র, স্মারক মুদ্রা, বিভিন্ন ধরনের স্মরণিকা, মহান ব্যক্তির প্রতিকৃতি অথবা আলোকচিত্র, শিল্পকর্ম, লোকশিল্প বা হস্তশিল্পের নমুনা।

তোশাখানায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান বা খ্যাতিমান ব্যক্তিদের দেওয়া উপহারসামগ্রী প্রদর্শনের জন্য এখানে সাজিয়ে রাখা হয়।

প্রধানমন্ত্রী পদে থাকার সময় ইমরান খান যেসব উপহার পেয়েছিলেন, সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ সম্পর্কে ঘোষণা না দেয়ার কারণে ইসলামাবাদের আদালত তাকে সাজা দেন।

এর আগে গত মাসে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) সৌদি যুবরাজের কাছ থেকে পাওয়া একটি গহনা সেট নিজেদের অধীনে রাখার জন্য আদালতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে একটি নতুন রেফারেন্স দায়ের করেছিল যেখানে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়।

ইসলামাবাদের ওই আদালত এই মাসের শুরুর দিকে তাদের দুজনকেই এই রেফারেন্সে অভিযুক্ত করেছিলেন। দুর্নীতিবিরোধী ওয়াচডগ রেফারেন্স অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বপালনকালে ইমরান এবং তার স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্টজনের কাছ থেকে মোট ১০৮ টি উপহার পেয়েছিলেন। যা তোশাখানায় সংরক্ষিত থাকার কথা।

আজ দেওয়া রায় অনুসারে, ইমরান এবং বুশরাকে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। শুনানির সময় ইমরান খানকে হাজির করা হলেও বুশরা বিবি আদালতে হাজির হননি।

বিচারক ইতোমধ্যেই প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করার অধিকার বন্ধ করে দিয়েছিলেন এবং ইমরান ও তার স্ত্রীকে ফৌজদারি কার্যবিধির ধারা ৩৪২-এর (অভিযুক্তদের পরীক্ষা করার ক্ষমতা) অধীনে তাদের বক্তব্য রেকর্ড করতে বলেছিলেন।

বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই শুনানি পরিচালনা করেন যেখানে সাবেক এই প্রধানমন্ত্রী বন্দি রয়েছেন।

১৪ বছর সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, পাকিস্তানে বিদ্যমান প্রতিটি আইনকে এই দুদিনের মধ্যে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এই মামলার উচ্চ আদালতে বহাল থাকার কোনো ভিত্তি নেই। যেভাবে আইনের সম্পূর্ণ অবহেলা এবং উপহাস হচ্ছে সেটি লজ্জাজনক।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও