ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিঠে ভারী ব্যাগ নিয়ে গির্জায় প্রবেশ করে হামলাকারী


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৪:৫৪ পিএম আপডেট: এপ্রিল ২৩, ২০১৯, ১০:৫৪ এএম
পিঠে ভারী ব্যাগ নিয়ে গির্জায় প্রবেশ করে হামলাকারী

শ্রীলঙ্কায় গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অংশ নেয়া একজনের ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের একজন পিঠে ভারী ব্যাগ। সে সেন্ট সেবাস্তিয়ান গির্জায় প্রবেশের আগে একটি শিশুর মাথায় হাত বোলাচ্ছে। খবর বিবিসির।

এদিকে আগে থেকে সতর্ক বার্তা পাওয়ার পরেও সরকার হামলা প্রতিরোধে ব্যবস্থা নিতে পারেনি- এমন অভিযোগে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। সরকারের মধ্যকার কোন্দলের বিষয়টি উঠে আসায় অনেকেই উদ্বিগ প্রকাশ করেছেন। আগেই হামলাকারীদের থামানো যেতো কিনা- সেটাও ভাবার বিষয় বলে মনে করছেন কেউ কেউ।

ভারতীয়দের কাছ থেকে শ্রীলংকা সরকার আগেই এনটিজের সম্ভাব্য হামলার বিষয়ে খবর পেয়েছিলো বলে জানা গেছে। তবে শ্রীলঙ্কা সরকারের একজন মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে খবরটি জানানো হয়নি। আবার প্রেসিডেন্টে মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বন্দ্বের কারণে নিরাপত্তা বিষয়ক সভাগুলোতেও যোগ দেননি তিনি।

এদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন। জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, হামলার ঘটনা তদন্তে এফবিআই এজেন্ট পাঠানো হচ্ছে শ্রীলঙ্কায়। তারা ল্যাবরেটরি টেস্টের জন্য বিশেষজ্ঞ সহায়তা দেওয়ারও প্রস্তাব করেছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান উইজারডিন বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন। 

হামলায় এখন পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫শ'র বেশি মানুষ আহত হয়েছেন। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও