ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মসজিদ রক্ষায় রাজপথে মুসলিমরা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: আগস্ট ১০, ২০১৮, ০৬:৪৫ পিএম আপডেট: আগস্ট ১০, ২০১৮, ১২:৪৫ পিএম
মসজিদ রক্ষায় রাজপথে মুসলিমরা

চীনের পশ্চিমাঞ্চলীয় নিংজিয়ায় সদ্যনির্মিত বিশালাকৃতির একটি মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।  সেখানকার মুসলিমদের অভিযোগ, ধর্মীয় অধিকার ক্ষুন্ন করতে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তবে এর প্রতিবাদে দেশটির সংখ্যালঘু হুই মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

চীনা সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী দাবি করলেও সাম্প্রতিক বছরগুলোতে উগ্র সাম্প্রদায়িকতা ও সহিংসতা বৃদ্ধির অজুহাত দিয়ে মুসলিমদের ওপর নিপীড়ন করে আসছে। সেইসঙ্গে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নিচ্ছে।

গত শুক্রবার সরকারি এক নোটিসে জানানো হয়, মধ্যপ্রাচ্যের স্থাপত্য অনুকরণে বড় বড় একাধিক মিনার ও গম্বুজ সম্বলিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদ নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি। এজন্য মসজিদটি উচ্ছেদ করা হবে বলে এতে জানানো হয়।

এমন সরকারি নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেছে। সেইসঙ্গে স্থানীয় মুসলিমরাও এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের স্থাপত্য অনুকরণে করা গম্বুজ ও মিনার ভেঙে চীনা রীতিতে পুনঃস্থাপন করলেই তবে মসজিদটি রক্ষা পাবে এমন শর্তেও রাজি হয়নি মুসলিমরা।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শহরের মেয়র কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ দমন করতে সেখানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও