ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


গো নিউজ২৪ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০১৮, ০২:০৩ পিএম আপডেট: জুন ২১, ২০১৮, ০৮:০৩ এএম
মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডার্ন কন্যাসন্তানের মা হয়েছেন। আধুনিক ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় দ্বিতীয় কোনো নারী মা হলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অকল্যান্ড শহরের হাসপাতালে ৩৭ বছর বয়সী অ্যার্ডার্নকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান জন্মদানের জন্য গত ১৭ জুন দিন ঠিক করেছিলেন চিকিৎসকরা।

নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী অ্যার্ডার্ন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। তাঁর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটারস।

তবে অ্যার্ডার্ন বলেছেন, তিনি মূল দায়িত্ব পালন করবেন এবং ছুটিতে থাকলেও মন্ত্রিসভার নথিপত্র পড়বেন।

সন্তান জন্মদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান অ্যার্ডার্ন নিজেই। তিনি অকল্যান্ডের হাসপাতালের কর্মচারীদের ধন্যবাদ জানান।

বিবৃতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত নতুন বাবা-মায়েদের যে রকম আবেগ ছুঁয়ে যায়, আমাদেরও সে রকমই লাগছে। বহু মানুষের যে ভালোবাসা পেয়েছি, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত অক্টোবরে নির্বাচিত অ্যার্ডার্ন গত জানুয়ারিতে জানান, তিনি ও তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মা-বাবা হতে যাচ্ছেন।

১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বিশ্বনেতা হিসেবে প্রথম মা হন। তাঁর মেয়ে বাখতাওয়ার ভুট্টো অ্যার্ডার্নকে শুভেচ্ছা জানিয়েছেন।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও