ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বোরকা পরে কেন পার্লামেন্টে ‘মুসলিমবিরোধী’ সংসদ সদস্য?


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ১০:৫০ এএম
বোরকা পরে কেন পার্লামেন্টে ‘মুসলিমবিরোধী’ সংসদ সদস্য?

দীর্ঘদিন ধরেই মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে আন্দোলন করে আসছিলেন তিনি। ‘মুসলিমবিদ্বেষী’ হিসেবেও খেতাব আছে তার। অস্ট্রেলিয়ার এই নারী সংসদ সদস্য হঠাৎ করেই বোরকা পরে হাজির হয়েছেন পার্লামেন্টে! আসলে এই বেশে তিনি এসেছেন ইসলামি পোশাকটির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতেই।

অস্ট্রেলিয়ার মুসলিমবিরোধী এবং অভিবাসনবিরোধী দল ওয়ান ন্যাশন পার্টির সংসদ সদস্য পলিন হ্যানসন অন্য সিনেটরদের দৃষ্টি আকর্ষণের জন্য বোরকা পরে নিজের মুখমণ্ডল ঢেকে পার্লামেন্ট অধিবেশনে হাজির হন। ওই অবস্থায় ২০ মিনিট বসে থাকেন। এরপরই তা খুলে ফেলেন।

অবশ্য এভাবে বোরকার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতে গিয়ে সমালোচনায় পড়েছেন এই নারী। তার এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীর টার্নবুল সরকার। সরকারের পক্ষ থেকে সিনেটে অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস ওয়ান ন্যাশন পার্টিকে জানিয়ে দেন, বোরকা নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।

এদিকে মুসলিমবিরোধী ওই নারী সংসদ সদস্য বলেছেন, ‘আমি এটা খুলে ফেলে খুবই খুশি। পার্লামেন্টে এর অনুমোদন থাকা উচিৎ না। কেউ হেলমেট পরে ব্যাংকে বা ভবনে, এমনকি কোর্টে এলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। তাহলে বোরকা পরলে কেন সরিয়ে দেয়া হবে না?’

তার এই বক্তব্যের জবাবে ব্র্যান্ডিস বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে অপমান করা, তাদের সমাজের একপাশে ঠেলে দিয়া এবং এই পোশাক নিয়ে তামাশা করা জঘন্য কাজ।’ পলিন হ্যানসনের এই কাজকে ‘ভণ্ডামী’ বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সদস্যরাও। তারা বলেন, বর্তমানে দেশটিতে ৫ লাখ মুসলিম বসবাস করছে। তাদের কাছে অস্ট্রেলিয়া নিজেদের দেশ। বিরাট এই সম্প্রদায়কে কোনঠাসা করে রাখা যুক্তিযুক্ত হতে পারে না।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও