ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিগগিরই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাবে চীন!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০১৭, ০৫:২৬ পিএম আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১১:২৮ এএম
শিগগিরই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাবে চীন!

চীন-ভারত এবং ভুটানের মধ্যবর্তী বিতর্কিত ডোকলাম সীমান্ত থেকে ভারতীয় বাহিনীকে হটিয়ে দিতে ‘ছোটখাটো সেনা অভিযান’ চালাতে পারে চীন। আগামী দুই সপ্তাহের মধ্যেই চীনা বাহিনী এই অভিযান চালাবে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে ডোকলামে ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে আছে। বারবার বলা সত্ত্বেও ভারত পিছু হটছে না। আর সেই কারণেই চীনের এই সিদ্ধান্ত।

চীনা বিশ্লেষক হু ঝিইয়ং নামে সাংহাই অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের এক রিসার্চ ফেলোকে উদ্ধৃত করে এই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল টাইমস। রিপোর্টে হু ঝিইয়ং জানান, ২৪ ঘণ্টার মধ্যে সেনা প্রত্যাহারের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে চীন। তা যদি না করা হয় তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যেই অভিযান চালানো হবে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, বেশিদিন চীনা সীমান্তে ভারতীয় সেনার অনুপ্রবেশ সহ্য করবে না চীন। এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পথেই ডোকলাম সমস্যা সমাধানের কথা বলেছেন। ডোকালাম সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে। ৩০ বছর ধরে এ নিয়ে বিবাদে জড়িয়ে আছে তারা। চীনারা ডোকালাম সীমান্তকে ‘ডোংলাং’ নামে আখ্যায়িত করে।

গ্লোবাল টাইমস লিখেছে, ডোকলাম এলাকায় চীনের নির্মিত সড়ক শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা হুমকির মুখে ফেলবে বলে ভারত উদ্বিগ্ন। কিন্তু এই যুক্তিতে সে আন্তর্জাতিক চুক্তিগুলো নির্লজ্জভাবে লঙ্ঘন করে আরেক দেশে অনুপ্রবেশের জন্য সৈন্য পাঠাতে পারে না। এর পরিণতি ভেবে দেখতে ভারতকে পরামর্শ দেয়া হয়।

সম্ভবত দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক আধিপত্য ও পশ্চিমা মিডিয়ার মন্তব্য নয়াদিল্লির এমন মনোভাব তৈরি করেছে যে সে এই অঞ্চলের দেশগুলোর ওপর যেমন প্রভাব খাটায়, একইরকম প্রভাব উত্তরের বড় দেশটির সঙ্গেও দেখাতে পারবে। ভারতের এই কাজ আঞ্চলিক নিরাপত্তার জন্য কাণ্ডজ্ঞানহীন এবং দেশটির ভবিষ্যৎ ও এর জনগণের কল্যাণের সঙ্গে জুয়া খেলার শামিল বলেও গ্লোবাল টাইমস লিখেছে।

এতে আরো বলা হয়, জনগণের কাছে মিথ্যা বলা মোদি সরকারকে বন্ধ করতে হবে। ২০১৭ সালের ভারত ১৯৬২ সালের ভারত নয় বলে বলা হচ্ছে। কিন্তু গত ৫০ বছরে দুই দেশের জাতীয় শক্তির মধ্যে ব্যবধান বহুগুণ বেড়েছে। মোদি সরকার যদি যুদ্ধ বাধাতে চান, তাহলে অন্তত জনগণকে সত্যি কথাটি বলুন।

চলতি বছরের জুন মাসে ডোকলাম সীমান্তে চীন একটি সড়ক নির্মাণ শুরু করলে এ নিয়ে বিরোধ শুরু হয় ভুটানের সঙ্গে। থিম্ফুর অনুরোধে সেখানে সেনা পাঠায় ভারত সরকার। রাস্তা নির্মাণ নিয়ে চীনকে সতর্কতাও দেয় তারা। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের সেনারা ১৫০ মিটারের মধ্যে অবস্থান করছে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও