ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হিন্দি পাঠ্যপুস্তক থেকে মুসলিম কবিকে বাদ দেয়ার উদ্যোগ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০১৭, ০২:৪৫ পিএম আপডেট: জুলাই ১০, ২০১৭, ০৮:৪৫ এএম
হিন্দি পাঠ্যপুস্তক থেকে মুসলিম কবিকে বাদ দেয়ার উদ্যোগ

উপমহাদেশের প্রখ্যাত কবি মির্জা গালিবকে ভারতের পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আর এ নিয়ে ভারতীয়দের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ও বিতর্ক।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত মিশে আছেন গালিব। কবিতা-গজল-গানে আজও অজান্তেই তিনি চলে আসেন উর্দু ভাষার এই কবি। তার প্রতিটি কবিতাই সৃষ্টি করে রোম্যান্টিক আলোড়ন। এবার আরএসএসের লক্ষ্যে পরিণত হয়েছেন সেই গালিব।

হিন্দি পাঠ্যপুস্তকে উর্দু বা ফারসি কোনও শব্দ চাইছে না ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’। আরএসএসের আদর্শে অনুপ্রাণিত দীননাথ বাতরাই এই ন্যাসের প্রধান। তিনি জানান, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হিন্দি পাঠ্যপুস্তক তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন। আর সেখানে পেয়েছেন বহু উর্দু ও ফারসি শব্দ। এমনকি ইংরেজি শব্দও।

তার দাবি, এর ফলে ভাষাশিক্ষা ক্রমশ বোঝা হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে। দিন দিন হিন্দির প্রতি আগ্রহ হারাচ্ছে তারা। আর তাই হিন্দি পাঠ্যপুস্তক শুদ্ধিকরণের ডাক দিয়েছেন দীননাথ। তাতেই নজর পড়ছে মির্জা গালিবের ওপর। তার কবিতা বইতে থাকুক, তা মোটেও চাইছে না তারা।

এ নিয়ে ন্যাস একটি বুকলেটও বের করেছে। সেখানে স্পষ্টভাবেই গালিবের কবিতা বাদ দেয়ার কথা বলা হয়েছে। এর আগে ইতিহাস শুদ্ধিকরণের নামে ভারতের বই থেকে মুসলিমদের ইতিহাস বাদ দেয়ার দাবি জানায় আরএসএস।

প্রসঙ্গত, উর্দু ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি মির্জা গালিবের জন্ম ভারতের আগ্রা শহরে, ১৭৯৬ সালের ২৭ ডিসেম্বর। গালিবের পুরো নাম মির্জা আসাদুল্লাহ খান গালিব। অনেকে বলেন, ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়ার, তেমনি উর্দু সাহিত্যে অবদান মির্জা গালিবের। আগ্রায় জন্ম হলেও মির্জা গালিবের কবি প্রতিভার চূড়ান্ত বিকাশ ঘটে দিল্লিতে। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সময়। সম্রাট নিজেও একজন উঁচুমানের কবি ছিলেন। মির্জা গালিবের প্রতিভায় মুগ্ধ হয়ে তাই তিনি তাকে সভাকবির মর্যাদা দেন।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও