ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংসদে বক্তব্য দেয়ার সময় শিশুকে স্তন্যদান সংসদ সদস্যের


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ১০:৩০ এএম
সংসদে বক্তব্য দেয়ার সময় শিশুকে স্তন্যদান সংসদ সদস্যের

সংসদ ভবন বলে তো আর সেখানে মাতৃত্বের দাবি অপূর্ণ থাকবে না। সেই দাবিই পূরণ করলেন অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য। পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেয়ার সময় নিজের মেয়েকে স্তন্যদান করেছেন সিনেটর ল্যারিসা ওয়াটারস।

বৃহস্পতিবার যখন সংসদ অধিবেশন চলছিল, তখন মেয়ে আলিয়াকে বুকের দুধ পান করাচ্ছিলেন এই নারী সংসদ সদস্য। সঙ্গে সংসদে বক্তব্যও দিচ্ছিলেন। একটি সাদা তোয়ালে পেঁচিয়ে আলিয়াকে নিয়ে এসেছিলেন ল্যারিসা। স্তন্যদানের সময় তার সহকর্মীরাও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন। পরে অন্য এক সংসদ সদস্য কোলে তুলে নেয় ছোট্ট তার মেয়েকে।

অধিবেশন শেষ হওয়ার পরই নিজের টুইটারে ঐতিহাসিক ছবিটি দেন ল্যারিসা। এটাই ছিল তার প্রথম সংসদ অধিবেশন। টুইটারে এই সংসদ সদস্য লিখেছেন, ‘এই প্রথম আমি সংসদ অধিবেশনে গেলাম। আমার মেয়েকে স্তন্যদান করলাম।’

এ প্রসঙ্গে ল্যারিসা বলেন, তার মেয়ের ক্ষিদে পেয়েছিল। তাই এই সিদ্ধান্ত তিনি নেন। তার ভাষায়, ‘আর এভাবেই সমাজ একদিন স্তন্যপানকে আর পাঁচটা স্বাভাবিক কাজের মতোই দেখবে। নারীরা বরাবরই শিশুপালন ও অন্য কাজ একসঙ্গে করে এসেছে। সেই কাজ অফিসের হোক বা ঘরের।’ প্রত্যেক নারীর মধ্যেই যে শক্তির ভাণ্ডার আছে, এভাবেই তার বিকাশ ঘটুক বলেও মন্তব্য করেছেন তিনি।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও