ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গর্ভবতীদের মাংস, ডিম পরিহারের পরামর্শ ভারত সরকারের


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১২:৪৭ পিএম
গর্ভবতীদের মাংস, ডিম পরিহারের পরামর্শ ভারত সরকারের

গর্ভবতী নারীদের মাংস এবং ডিম খাওয়া পরিহারের পরামর্শ দিয়েছে ভারত সরকার। সেই সঙ্গে কোনও ধরনের যৌন কামনামূলক চিন্তা থেকেও দূরে থাকতে বলা হয়েছে তাদের।

এদিকে সরকারের এই পরামর্শে ক্ষুব্ধ হয়েছে ভারতের চিকিৎসক সমাজ। তারা একে ‘ভ্রান্ত’ ও ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, ভারত ইতিমধ্যে মানসিক স্বাস্থ্যের দিক থেকে নিম্ন পর্যায়ে অবস্থান করছে। এমনিতেই দেশটির পুরুষতান্ত্রিক সমাজে ঐতিহ্যগভাবে খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্যসেবা গ্রহণে নারীরা থাকে সবার শেষে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাতৃমৃত্যুর হার ভারতে। অপুষ্টি আর রক্তস্বল্পতাই প্রধানত এর জন্য দায়ী। ২০১৫ সালের জরিপ মতে, ভারতে প্রতি ১ লাখ গর্ভবতীর মধ্যে ১৭৪ জনই সন্তান জন্ম দেয়ার সময় মারা যায়। পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল ২০৫। তবে এখনও চীনের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে দেশটি। চীনে প্রতি ১ লাখে ২৭ জন গর্ভবতী সন্তান জন্ম দেয়ার সময় মারা যান।

ভারতীয় গাইনি বিশেষজ্ঞ অরুণ গাদ্রে বলেন, ‘দরিদ্র নারীদের পুষ্টিকর এবং উচ্চপ্রোটিনযুক্ত খাবার গ্রহণ নিশ্চিত করার পরিবর্তে সরকার তাদের ওপর অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক পরামর্শ চাপিয়ে দিচ্ছে।’

‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার’ নামে ভারত সরকারের বিলি করা লিফলেটে ধর্মীয় গোঁড়ামী ফুটে উঠেছে এবং স্বাস্থ্যের সার্বজনীন নীতিকে উপেক্ষা করা হয়েছে। চিকিৎসকদের মতে, গর্ভবতী নারীদের বেশি পরিমাণে প্রোটিনযুক্ত মাংস খাওয়া উচিৎ এবং এই সময়ে তারা নিরাপদে দৈহিক সম্পর্কও করতে পারে।

ভারত সরকারের পরামর্শে নারীদের ‘অপবিত্র চিন্তা’ থেকে দূরে থাকার পাশাপাশি সুন্দর শিশুদের ছবির দিকে না তাকানোর কথাও বলা হয়েছে। গত সপ্তাহে দেয়া ওই লিফলেটে লেখা ছিল, ‘গর্ভবতী নারীদের কামনা, রাগ, মিলন, ঘৃণা এবং যৌন আকাঙ্ক্ষা থেকে নিজেদের দূরে রাখা উচিৎ।’ আর এর পক্ষে সাফাই গেয়েছেন তাদের স্বাস্থ্যমন্ত্রীও।

ভারত সরকারের এই পরামর্শকে ‘জাতীয় লজ্জা’ বলে অভিহিত করেছেন গাদ্রে। ভারতে বর্তমানে ১৩ কোটি মানুষের দৈনন্দিন আয় ২ ডলারেরও কম। দিনে একবেলা খাবার পাওয়াকেই তারা সৌভাগ্যের বিষয় মনে করে। অপুষ্টির শিকার অনেক নারীই সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। আবার তাদের গর্ভ থেকে জন্ম নেয়া সন্তানরাও হয় অপুষ্টির শিকার।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও