ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রমজান উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে অস্বীকৃতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০১৭, ১০:২৬ এএম
রমজান উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে অস্বীকৃতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

গত প্রায় দুই দশক ধরে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।  ডেমোক্রেট কিংবা রিপাবলিকান- যে দলই ক্ষমতায় থাকুক ঐতিহ্য অনুসারে একটি অনুষ্ঠান করা হয়ে থাকে রোজার সময়।  এবারই প্রথম এই উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠানে অস্বীকৃতি জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। 

মন্ত্রণালয়ের দুই প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।  ওই দুই কর্মকর্তা জানান, রমজান শেষে ঈদ-উল-ফিতরের আগে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য স্টেট ডিপার্টমেন্টের ধর্ম বিষয়ক দফতর থেকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অনুরোধ করা হয়েছিল।  কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে বার্তাসংস্থা রয়টার্স। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সাল থেকে টিলারসনের পূর্বসূরিরা হয় একটি ইফতারের আয়োজন করেছে, অথবা রোজা শেষে ঈদ-উল-ফিতর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে।  শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক বিভাগগুলো রোজা উপলক্ষে সচরাচর অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

অন্য ধর্মগুলোর বিভিন্ন উৎসবেও অনুষ্ঠান করে থাকে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট।  রমজানের এই অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে মার্কিন কংগ্রেসের সদস্য, মুসলিম দেশের কূটনীতিক, মুসলিম নেতা ও শীর্ষ মার্কিন কর্মকর্তারা।  মুসলিম বিশ্বের সঙ্গে সংহতির প্রতীক হিসেবেই অনুষ্ঠানটি করা হয়।

তবে ঠিক কোন কারণে রমজানের অনুষ্ঠান আয়োজনে টিলারসন অসম্মতি জানিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।  আগে থেকেই মুসলিম বিদ্বেষের অভিযোগ আছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।  এ নিয়ে বিভিন্ন সময়ে হয়েছে সমালোচনাও।  সম্প্রতি অবশ্য সৌদি আরবের মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও