ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেলানিয়ার জ্যাকেটের দাম ৪১ লাখ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ১২:৫০ পিএম
মেলানিয়ার জ্যাকেটের দাম ৪১ লাখ

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম দেশের বাইরে সফর করছেন মেলানিয়া ট্রাম্প। বর্তমানে ইতালিতে রয়েছেন তিনি। স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গেলেও নিজের কাজেরও অন্ত নেই তার। স্কুল, হাসপাতাল পরিদর্শন, বিভিন্ন কূটনৈতিক সংস্কৃতি মেনে চলা; এমনকী পোপের প্রার্থনা সঙ্গীতেও অংশ নিতে হয়েছে মেলানিয়াকে।

এদিকে সিসিলিতে জি-সেভেন সম্মেলন নিয়ে ব্যস্ত ট্রাম্প। সেখানে এসেছেন অন্য বিশ্বনেতাদের স্বামী-স্ত্রীরাও। তাদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আলোচনায় এসেছে মেলানিয়ার পরিহিত জ্যাকেটটি। ডোলস অ্যান্ড গ্যাবানা ব্র্যান্ডের পোশাকটির দাম ৫১ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৪৭ হাজার টাকা।

‘থ্রিডি ফ্লাওয়ার’ নামের ওই জ্যাকেট প্রথম চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি ফ্যাশন শোতে প্রদর্শন করেছিল ডোলস অ্যান্ড গ্যাবানা। তবে তাদের বেশিরভাগ স্টোরেই এই পোশাকটি সচরাচর পাওয়া যায় না। অবশ্য মোডা অপারেন্ডি নামের একটি ওয়েবসাইট এটি অনলাইনে বিক্রি করছে। কিনতে হলে অগ্রিম জমা দিতে হয় ২৫ হাজার ৭৫০ ডলার।

শুক্রবার বিলাসবহুল এই জ্যাকেটটি পরেছিলেন মেলানিয়া। হেলিকপ্টারে করে স্বামীর সঙ্গে ঘুরেছেন বিভিন্ন স্থানে। সামাজিকমাধ্যমে তার ছবিও পোস্ট করেছেন।

আলোচিত পোশাকটি ছাড়াও ডোলস অ্যান্ড গ্যাবানার আরো কিছু পোশাকও আছে মার্কিন ফার্স্ট লেডির। এর আগে বেলজিয়ামে ন্যাটো সম্মেলনের সময় ওই ব্র্যান্ডের পোশাক পরেছিলেন তিনি। সে সময়ে তার পায়ে দেয়া জুতার দাম ছিল ১ হাজার ৯৯৫ ডলার (প্রায় ১৬ লাখ টাকা)।

তবে এসব পোশাকের মধ্যে সবেচেয়ে দামী তার শুক্রবারের জ্যাকেটটি। এ নিয়ে অবশ্য শুরু হয়েছে সমালোচনাও। মার্কিন সরকারের প্রতিবেদন মতে, ২০১৫ সালে গড়ে একেকজন মার্কিনি গায়ে দিতে পেরেছে ৪ হাজার ডলার মূল্যের জ্যাকেট। সেখানে প্রায় ৫৬ হাজার ডলার মূল্যের পোশাক নিয়ে সমালোচিত হয়েছেন মেলানিয়া। এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও