ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১০০ বছর আগের ইসলামী শাসনামলের বিপুল স্বর্ণমুদ্রার সন্ধান


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ১২:৪৮ পিএম
১১০০ বছর আগের ইসলামী শাসনামলের বিপুল স্বর্ণমুদ্রার সন্ধান

প্রায় ১১০০ বছর আগের ইসলামী শাসনামলের বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সন্ধান মিলেছে ইসরায়েলে। দেশটির ইয়াভনে শহরের কাছে খননকাজ চালানোর সময় এই বিপুল সম্পদের সন্ধান পান একদল স্বেচ্ছাসেবক।

সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলের অ্যান্টিকস অথরিটির দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

তারা বলেন, মোট ৪২৫টি অতি দুর্লভ প্রাচীন স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। প্রতিটি মুদ্রা খাঁটি সোনার তৈরি। এর মধ্যে অধিকাংশই ১১০০ বছর আগের আব্বাসীয় আমলের।

অথরিটির অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানান, উদ্ধার স্বর্ণমুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগের। যদিও এই বিষয়ে আরও গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে।

রবার্ট কুল আরও বলেন, আব্বাসীয় খিলাফত সম্পর্কে এখনও বহু তথ্য আমাদের সামনে অজানা। উদ্ধার স্বর্ণমুদ্রা থেকে সে সময় সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে।

উদ্ধার স্বর্ণমুদ্রাগুলো সে আমলে স্বল্পমূল্যের মুদ্রা ছিল বলে ইসরায়েলি বিশেষজ্ঞদের অভিমত। নবম শতাব্দীর শেষার্ধ্ব ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। এই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল।

২০১৫ সালে দেশটির প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার। সাগরের তলদেশে ঘুরে বেড়ানোর সময় ওই বিপুল সোনার মোহর আবিষ্কার করেন তিনি। সেবার প্রায় দুই হাজারটি সোনার মোহর আবিষ্কার হয়। সেগুলো ফাতেমীয় যুগের স্বর্ণমুদ্রা ছিল বলে গবেষণায় জানা যায়।

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!