ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উঁচুজাত সহকর্মীদের পাত্র থেকে পানি পান করায় বদলি দলিত শিক্ষক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৫:০০ পিএম আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯, ১১:০০ এএম
উঁচুজাত সহকর্মীদের পাত্র থেকে পানি পান করায় বদলি দলিত শিক্ষক

উচ্চবর্ণের হিন্দুদের হাতে নিম্নবর্ণদের অপদস্থ হওয়া থেমে নেই ভারতে। উঁচু জাতের শিক্ষকদের পাত্র থেকে পানি পান করার অভিযোগ আনা হয় দলিত শিক্ষকের বিরুদ্ধে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গুজরাটের চোটিলা থানায় এমন ঘটনা ঘটে। সেখানকার একটি সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি উচ্চবর্ণের শিক্ষকদের পাত্র থেকে পানি খেয়েছেন।

জানা যায়, প্রায় বছর দুয়েক আগে ওই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন কানহাইয়ালাল বারাইয়া (৪৬)। চলতি বছরে জুলাই মাসের শুরুতে প্রধান শিক্ষক মানসঙ্গ রাঠৌর তার বিরুদ্ধে একটি নোটিশ জারি করেন।

তাকে জানানো হয়, ‘আপনি বাল্মীকি সম্প্রদায়ের মানুষ। উচ্চবর্ণের শিক্ষকদের জন্য রাখা আলাদা পাত্র থেকে পানি পান করবেন না।’

এই নোটিশ পেয়ে ক্ষুব্ধ কানহাইয়ালাল আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ১৪ আগস্ট চোটিলা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন তিনি।

এতে তিনি উল্লেখ করেন, স্কুলে প্রধান শিক্ষক দু’টি আলাদা পানির পাত্রের ব্যবস্থা করেন। কানহাইয়ালাল যেহেতু নিচু জাতের বাল্মীকি সম্প্রদায়ের মানুষ তাই তার জন্য একটি আলাদা পাত্র এবং বাকি তিন শিক্ষক, যারা উচুঁ জাতের কোলি পটেল ও দরবার সম্প্রদায়ের তাদের জন্য আলাদা একটি।

তিনি আরও জানান, স্কুলে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে তিনি চুপ করেছিলেন বলে কানহাইয়ালাল জানান ।

তবে থানায় অভিযোগ করে কানহাইয়ালাল  তার সহকর্মীদের দ্বারা উল্টো বিদ্বেষের শিকার হন। শেষ পর্যন্ত গত ২৮ আগস্ট তাকে অন্য সরকারি স্কুলে বদলি করে দেওয়া হয়।

এ দিকে কানহাইয়ালালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!