ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭২ বছরের নারীর প্রেমে ২৭ বছরের যুবক, অতঃপর...


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ১০:১০ এএম
৭২ বছরের নারীর প্রেমে ২৭ বছরের যুবক, অতঃপর...

মাত্র তিন মাস আগেই ২৭ বছরের যুবক সিজের সঙ্গে পরিচয় হয় ৭২ বছর বয়সী নারী অ্যাঙ্গেলার। ফেসবুকে একটি আইডি খোলার পরই এই যুবককে খুঁজে পান ওই নারী। এরপর শুরু হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেন দু’জন। অবশ্য কাজটা এত সহজ ছিল না। সিজে থাকেন নাইজেরিয়ায় আর অ্যাঙ্গেলা যুক্তরাজ্যে।

বিয়ের জন্য সোজা নাইজেরিয়ায় উড়ে যান ওই নারী। সেবারই প্রথম মুখোমুখি দেখা হয় তাদের। সিজেকে নিজের আত্মার অংশীদার মনে করেন অ্যাঙ্গেলা। বর্তমানে ওই যুবককে যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করছেন তিনি।

ছয় নাতি-নাতনি আছে অ্যাঙ্গেলার। সাবেক এই ট্যাক্সি ড্রাইভার বলেন, ‘সিজে একেবারেই অসাধারণ একজন মানুষ। যে কোনো নারীই তার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করতে পারে। ও আমাকে অনুভব করতে শিখিয়েছে যে আমি-ই পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আমি অন্তর থেকে বিশ্বাস করি, আমরা একজন অন্যজনের।’

সিজেকে ভিসা দিতে চাইছে না ব্রিটিশ কর্তৃপক্ষ। এ বিষয়ে অ্যাঙ্গেলা বলেন, ‘স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে না থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা আমাদের সম্পর্ক ভাঙতে দেবো না। বিয়ের পর সিজেকে ছেড়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল। আমার ধারণা ছিল, আমি শিগরিই আবার দেখতে পাবো। কিন্তু আমার পারিবারিক ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমিও প্রতিজ্ঞাবদ্ধ, ওকে ভিসা জোগাড় করে দেবো। ইতোমধ্যে আইনজীবীও ভাড়া করেছি। আমি এ পর্যন্ত দুইবার তার দেশে গিয়েছি। আমাদের ২০ হাজার পাউন্ড খরচ হয়েছে একে অপরের সঙ্গে দেখা করতে। আমার জোগানো অর্থ খরচ হয়ে যাচ্ছে।’

আগের ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে ছয় মাস ধরে একাকী বাস করছিলেন অ্যাঙ্গেলা। এর মধ্যেই তার জীবনে আসে সিজে। অ্যাঙ্গেলা তার ফেসবুকে লিখেছেন, ‘আগের সম্পর্কে ইতি টানার পর আমি একাকী বোধ করছিলাম। ছয় মাস পর আমি উদ্যমী এক তরুণের সন্ধান পেলাম। সে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। ও সত্যিই সুদর্শন।’

নিজের বয়সের পার্থক্যটাও জানেন এই নারী। কিন্তু সেটা সিজের কাছে যেমন বিবেচনার বিষয় না, তেমনি তার কাছেও না।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও