ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৭ যাত্রীর জীবন বাঁচিয়েই মরলেন হৃদরোগে আক্রান্ত চালক


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১০:০২ এএম
৩৭ যাত্রীর জীবন বাঁচিয়েই মরলেন হৃদরোগে আক্রান্ত চালক

৩৭ যাত্রী নিয়ে বাস চালিয়ে যাচ্ছেন চালক। রাত ৩টা। সব যাত্রীই ঘুমন্ত অবস্থায় আছে। কিন্তু চালকের শারীরিক অবস্থা খুবই খারাপ। একপর্যায়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন চালক। কিন্তু বাঁচিয়ে গেলেন সব যাত্রীর জীবন।

হৃদরোগে আক্রান্ত হয়ে বাসের স্টিয়ারিং হুইলের উপরে পড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চালক। কিন্তু তার আগে তিনি সব যাত্রীকে নিরাপদ থাকার ব্যবস্থা করে যান। রাস্তার ধারে ঘেঁষে থামিয়ে দেন বাসটি। এর সঙ্গে সঙ্গেই চালকের মৃত্যু ঘটে।

এ চালকের নাম সাইদুল। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। সোমবার রাতের এ ঘটনার পর ঘোর কাটাতে পারছেন না বাসটির অনেক যাত্রীই।

যে বাসে ঘটনাটি ঘটেছে, সেটি খাম্মাম থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। নলগোন্ডা জেলার নাকিরেকলের কাছে পৌঁছে মৃত্যুর হাতছানি অনুভব করেন চালক সাইদুল। যাত্রীরা সবাই তখন ঘুমাচ্ছিলেন। আচমকা বাস রাস্তার ধার ঘেঁষে থেমে যাওয়ার পর কারও কারও ঘুম ভাঙে। তারা দেখেন, সাইদুল স্টিয়ারিংয়ের ওপর উপুড় হয়ে রয়েছেন।

তেলেঙ্গানার পুলিশ বলছে, বাস চালাতে চালাতে সাইদুল হৃদরোগে আক্রান্ত হন। তার জেরেই স্টিয়ারিংয়ের ওপর ঢলে পড়েছিলেন তিনি। কিন্তু ঢলে পড়ার আগে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সড়ক পরিবহনের বাসটি যেভাবে রাস্তার ধার ঘেঁষে পার্ক করিয়ে দিয়েছিলেন সাইদুল, তাতে স্পষ্ট যে নিজের অসুস্থতা বুঝতে পারার পর তিনি বাসটি তথা যাত্রীদের বাঁচাতে বদ্ধপরিকর হয়ে ওঠেন।

চালক ঢলে পড়েছেন দেখতে পাওয়ার পর যাত্রীরা দ্রুত খবর দেন পুলিশে। অ্যাম্বুলেন্সও ডেকে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেন, সাইদুলের দেহে আর প্রাণ নেই।

৪৫ বছর বয়সী সাইদুল তেলেঙ্গানার সরকারি পরিবহন সংস্থার খাম্মাম ডিপোতে নিযুক্ত ছিলেন। 

গো নিউজ ২৪/এমজে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও