ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১৮ ঘণ্টা প্ল্যাটফর্মে পড়ে আছে মৃতদেহ, দেখার কেউ নেই!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:১১ এএম
১৮ ঘণ্টা প্ল্যাটফর্মে পড়ে আছে মৃতদেহ, দেখার কেউ নেই!

যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন থেকে ওঠা-নামা করছেন যাত্রীরা, তারই অন্য প্রান্তে টানা ১৮ ঘণ্টা পড়ে রয়েছে চাদরে মোড়া মৃতদেহ। এতে যাত্রীদের একাংশ অস্বস্তি প্রকাশ করে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশ্ন তোলেন। 

তবে রেল কর্তৃপক্ষের দাবি, প্রথমে ডোমদের মজুরি বাড়ানোর দাবি ও পরে মৃতের ছেলের অনুরোধ, এই দুই কারণেই দেহটি দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রাখতে হয়।

রবিবার ভোরে এমনই দৃশ্যই দেখা গেলছে ভারতের আসানসোল স্টেশনে। 

রেল সূত্রে জানা যায়, শনিবার রাতে মিথিলা এক্সপ্রেসে চড়ে কলকাতা থেকে বিহারের বেগুসরাই যাচ্ছিলেন মহম্মদ কারমাত (৫৫) নামে ওই বৃদ্ধ। সঙ্গে ছিলেন তার বছর আঠারোর ছেলে মুহাম্মদ ফিরোজ। আসানসোল জিআরপি ও রেলের কর্মকর্তাদের কাছে ফিরোজ জানান, কলকাতা থেকে ট্রেনে উঠার সময়ে তার বাবা সুস্থই ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় আচমকা অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দেয়। ফিরোজ সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ওই ট্রেনের কর্তব্যরত টিকিট পরীক্ষকদের সঙ্গে। খবর যায় আসানসোল স্টেশনেও।

আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রূপায়ণ মিত্র জানান, ওই ব্যক্তির অসুস্থতার খবর মেলা মাত্রই রেলের চিকিৎসক দল আসানসোল স্টেশনে চলে আসেন। রাত আটটা নাগাদ মিথিলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই চিকিৎসকেরা ওই ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষা করে তাকে মৃত বলে জানান। দেহটি ট্রেন থেকে চার নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়।

রেল সূত্রের খবর, এর পরেই শুরু হয় বিভ্রাট। দেহটি রেলের মর্গে নিয়ে যাওয়ার জন্য ডোমদের খবর দেওয়া হয়। কিন্তু ডোমরা ঘটনাস্থলে এসেও দেহ সরাতে অস্বীকার করেন। ডোমদের অভিযোগ, আগে দেহ বহনের জন্য দেহ পিছু এক হাজার টাকা দেওয়া হতো। এখন তা কমিয়ে সাতশো টাকা করা হয়েছে। হাজার টাকা না দিলে তারা দেহ সরাবেন না বলে জানান। এই পরিস্থিতিতে বেশ কিছু দূরপাল্লার ট্রেন আসে ওই প্ল্যাটফর্মে। যাত্রীরা ওঠানামার পথে দেহটিও নজরে পড়ে।

শেষমেশ রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ডোমেদের হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে দেহটি সাত নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকে থাকা রেলের মর্গের সামনে নিয়ে আসা হয়। রূপায়ণবাবুর দাবি, এর পরেই মৃতের ছেলে অনুরোধ করেন, কলকাতা ও বেগুসরাই থেকে আত্মীয়রা না আসা পর্যন্ত যেন দেহটির ময়না-তদন্ত না হয় এবং মর্গে ঢোকানো না হয়। রাতভর দেহের পাশে ছিলেন রেলের কর্মীরা এবং মৃতের ছেলে। রবিবার দুপুর দু’টো নাগাদ মৃতের পরিজনেরা স্টেশনে পৌঁছনোর পরে তা আসানসোল জেলা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।

কিন্তু ইতোমধ্যে ওই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকেও রবিবার ভোরে বেশ কয়েকটি ট্রেন ছাড়ে। যাত্রীদের চোখের সামনেই পড়েছিল সাদা কাপড়ে মোড়া দেহটি। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ওই প্ল্যাটফর্ম থেকে দিনভর আর বেশি ট্রেন চলাচল করে না।

যাত্রীদের একাংশের ক্ষোভ, একটি দেহ কোন যুক্তিতে অতক্ষণ প্ল্যাটফর্মে ফেলে রাখলেন রেল কর্তৃপক্ষ। রূপায়ণবাবুর অবশ্য দাবি, ‘‘আমরা শুধু ছেলের অনুরোধ রেখেছি মাত্র।’’ তবে যাত্রীদের প্রশ্ন, এ রকম অনুরোধের ভিত্তিতে আদৌ দেহ প্রকাশ্যে ফেলে রাখা যায় কি না।-আনন্দবাজার পত্রিকা

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র