ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে রোহিঙ্গারা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ১২:০৭ পিএম
ফের বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে রোহিঙ্গারা

রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার পর নির্যাতনের ভয়ে আবারো বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে সংখ্যালঘু রোহিঙ্গারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত সাড়ে তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে পৌঁছেছেন। ফলে দুর্ভোগ বেড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে। এদিকে সীমান্তে পাহারা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড। তারা জানান, চলতি সপ্তাহেই শিশুসহ ৩১ রোহিঙ্গা বোঝাই একটি নৌকা পুশব্যাক করা হয়েছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসার পর নাফ নদীর তীরবর্তী যে শিবিরটিতে বেশিরভাগ রোহিঙ্গা অবস্থান করেন, তার বরাত দিয়ে রোহিঙ্গা নেতা আবদুল খালেক বলেন, ‘রাখাইনের নিজ গ্রাম থেকে পালিয়ে শুধু বালুখালী শিবিরেই তিন হাজারের মতো রোহিঙ্গা এসে পৌঁছেছে।’ অন্য আরেকটি শিবিরের বাসিন্দা প্রবীণ রোহিঙ্গা কামাল হোসেন বলেন, গত ১১ দিনে প্রায় ৭০০ পরিবার বাংলাদেশে এসেছে। শিবিরে আর থাকার জায়গা না থাকায় তাদের অনেকেই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন বলেও জানান তিনি।

গত ১২ আগস্ট রাখাইন রাজ্যে নিরাপত্তা বাড়াতে নতুন করে শত শত সেনা পাঠায় মিয়ানমার। এ পদক্ষেপের সমালোচনা করেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। এর আগে মিয়ানমার কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে বলেছিলেন যে সেনা মোতায়েন ‘বড় উদ্বেগের কারণ’ হয়ে দাঁড়াবে।

গত ১৩ আগস্ট বাংলাদেশে পালিয়ে আসা দ্বীন মোহাম্মদ নাসের এক ব্যক্তি রোহিঙ্গাদের গ্রামগুলোতে নতুন করে সেনা বাহিনীর দমনপীড়নের অভিযোগ করেন। তিনি বলেন, রাখাইনের মুসলিম গ্রামবাসীর আগাম অনুমতি ছাড়া আশেপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না।

৪৫ বছর বয়সী এ কৃষক আরো বলেন, পাশের একটি গ্রামের যাওয়ার কারণে তার ২৩ বছর বয়সী ছেলেকে সেনারা হত্যা করার পর পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনে একটি পুলিশ চেকপোস্টে হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে সেখানে। রাজ্যটিতে কয়েক মাস ধরে রক্তাক্ত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। এরইমধ্যে ৮৭ হাজার রোহিঙ্গাকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য করেছে তারা। পালিয়ে এসে সেনারা কীভাবে তাদের ওপর যৌন সন্ত্রাস, হত্যাকাণ্ড আর অগ্নিসন্ত্রাস চালিয়েছে তার নির্মম বর্ণনা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দিয়েছেন তারা।

দীর্ঘদিন ধরেই বৌদ্ধপ্রধান মিয়ানমারে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার রোহিঙ্গারা। তাদের ওপর সরকারি অভিযানকে ‘জাতিগত বিনাশ’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংখ্যালঘু এই গোষ্ঠিটিকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠিও মনে করে সংস্থাটি। মূলত রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার সরকার।

ধারণা করা হয়েছিল, সু চির দল ক্ষমতায় এলে তাদের একটা ব্যবস্থা হবে। কিন্তু তা হয়নি। বরং রোহিঙ্গা ইস্যুতে সামরিক সরকারের ভাষায়ই কথা বলছেন গণতন্ত্রপন্থি এই নেত্রী। গত বছরের অক্টোবরে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে (সাবেক আরাকান) সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান অভিযান শুরু করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষপটে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন অন্তত ৭০ হাজার রোহিঙ্গা।

শেষ পর্যন্ত রাখাইন অঞ্চলে সেনা অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে সেনাদের পক্ষেই সাফাই গেয়েছেন তিনি। রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর মিয়ানমারের সরকারি বাহিনীর সহিংসতা ও হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে দেশটিতে জাতিসংঘ যে মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনাও করেছেন সু চি। এতে সমালোচিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। তার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন ১৩ জন নোবেলজয়ী। অনেকের অভিযোগ, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন শান্তিতে নোবলজয়ী সু চি। নন্দিত বিশ্বনেত্রী থেকে নিন্দিত রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন তিনি।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও