ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরুষের চেয়ে নারীর যৌন চাহিদা বেশি: গবেষণা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ১১:৫৪ এএম
পুরুষের চেয়ে নারীর যৌন চাহিদা বেশি: গবেষণা

হলিউডের মুভিগুলোতে দেখা যায়, যৌনতার জন্য উদগ্রীব হয়ে থাকে সব পুরুষ। আর নারীরা তা এড়িয়ে যেতে চায়। শুধু সিনেমা নয়, প্রায় সব সমাজেই আছে এই ধারণা। মনে করা হয়, নারীরা শুধু প্রেম চায়। আর পুরুষরা চায় যৌনতা। কিন্তু চিরকাল ধরে চলে আসা এই ধারণা ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক একটি জরিপ।

ওই জরিপে উঠে এসেছে সম্পূর্ণ বিপরীত তথ্য। এতে দেখা গেছে, পুরুষের চেয়ে যৌনতায় বেশি আগ্রহী থাকে নারীরা। ‘ভাউচার কোডস প্রো’ নামের একটি গবেষণা সংস্থা সমীক্ষাটি চালিয়েছে।

গবেষণায় বেশ কয়েকজন পুরষ ও নারীকে তাদের যৌন ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে তাদের ব্যবহারও খুঁটিয়ে দেখা হয়। এতে দেখা যায়, নারীদের মধ্যে শতকরা ৫৯ শতাংশেরই যৌন চাহিদা সঙ্গীর তুলনায় বেশি। যেখানে মাত্র ৪১ শতাংশ পুরুষের তাদের সঙ্গীর তুলনায় বাড়তি যৌনতা চাহিদা রয়েছে।

শুধু তাই নয়; যৌন চাহিদা পূরণ না হওয়া অনেক দম্পতির মধ্যে বিবাদের কারণে বলেও জরিপে উঠে আসে। গবেষকদের মতে, প্রতি পাঁচ দম্পতির এক দম্পতির মধ্যে এই কারণেই ঝামেলার সূত্রপাত হয়, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে।

এই কারণে অনেকে কেউ হীনমন্যতায় ভোগেন। অনেকে কেউ মানসিক অবসাদের শিকার হন। কেউ কেউ আবার যৌন চাহিদা মেটাতে পরকীয়ায় লিপ্ত হন। যেসব নারী ও পুরষ স্বীকার করেছেন তারা সঙ্গীর থেকে বাড়তি যৌনতা চান, তাদের মধ্যে শতকরা সাত শতাংশই পরকীয়ায় লিপ্ত। আবার তাদের মধ্যে অনেকে শরীরের চাহিদা মেটাতে সেক্স টয়ও ব্যবহার করে থাকেন।

ব্রিটিশ নারী-পুরুষের সম্পর্ক বিষয়ক এক গবেষণার অংশ হিসেবে এই জরিপটি চালানো হয়েছে। এ বিষয়ে ১৮ কিংবা তার চেয়ে বেশি বয়সী ২ হাজার ৩৮৩ জনকে প্রশ্ন করা হয়েছিল। তবে দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখতে তারা ইচ্ছুক বলেও জানিয়েছেন। জরিপে দেখা যায়, ব্রিটিশ সম্পতিদের ২১ শতাংশই যথেষ্ট যৌনতা না পেয়ে পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পাঁচভাগের তিনভাগ নারীই বর্তমানের চেয়ে বেশি যৌনতা চান।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও