ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসার কাছে দেয়া চিঠিতে কী লিখেছে ৪ বছরের ইদ্রিস?


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৪:৪৮ পিএম আপডেট: নভেম্বর ২৮, ২০১৭, ০১:২২ পিএম
নাসার কাছে দেয়া চিঠিতে কী লিখেছে ৪ বছরের ইদ্রিস?

নাসার কাছে চিঠি দিয়েছে চার বছরের ছেলে ইদ্রিস হিলটন। শুধু চিঠি না, চিঠির সঙ্গে পাঠিয়েছে নিজের আঁকা একটি রকেটের ছবি। আর মার্কিন মহাকাশ সংস্থাকে বলেছে, তার মনের মতো করে ডিজাইন করা রকেটটিকে বাস্তব রূপ দিতে। সেই চিঠি নিয়ে তোলপাড় হয়েছে নাসাতেও।

ইদ্রিস তার চিঠিতে লিখেছে, ওই রকেট তৈরি করা শেষ হলে নাসার বিজ্ঞানীদের নিয়ে মহাকাশে যাবে সে। আর নাসার কাছে আগামী দিনের এই মহাকাশচারী চেয়েছে স্পেসশিপ চালানোর একটি লাইসেন্স। নাসাকে সে নিশ্চিত করেছে, তার এই মহাকাশযান তাদের তৈরি অন্য যেকোনো যানের চেয়ে দ্রুতগতিতে চলবে।

ইদ্রিস চিঠিতে লিখেছে, ‘নাসা, আমি আপনাদের কাছে পাঠানোর জন্য এই চিঠিটি লিখেছে। এই রকেটটি আপনাদের জন্য। এটা নির্মাণ করুন এবং মহাকাশে একজন নভোচারীর কাছে পাঠিয়ে দিন।’

সে আরো লিখেছে, ‘আমি নাসার হয়ে রকেটটি মহাকাশে চালাবো। আমাকে কি মহাকাশচারী হিসেবে একটি লাইসেন্স দেয়া যাবে?’ চিঠির শেষে ছোট্ট এই বালক লিখেছে, ‘ইদ্রিস, বয়স চার।’

এমন চিঠি পেয়ে কার না ভালো লাগে! আগামী দিনের এই মহাকাশচারীর চিঠির উত্তর দিতেও দেরি করেনি নাসা। যুক্তরাজ্যের সেন্ট আলাবানসে বাস করা ইদ্রিসের বাবা জামাল জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থা থেকে চিঠির উত্তর পেয়ে রীতিমতো উত্তেজিত তার ছেলে। ইদ্রিসের আঁকা রকেটটিকে ‘গ্রেট ডিজাইন’ হিসেবে অভিহিত করেছে নাসা।

উত্তরে চিঠিতে সংস্থাটির বিজ্ঞানী কেভিন ডিব্রুইন লিখেছেন, ‘এই ছবি আঁকার মধ্য দিয়েই আগামী দিনের এক মহান নভোচারীর যাত্রা শুরু হলো। চালিয়ে যাও।’

নাসার উত্তর

এর আগে নয় বছরের ছেলে জ্যাক ডেভিস নাসার একটি গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদন করে চিঠি লিখেছিল। চিঠিতে জ্যাক লিখেছে, ‘আমার নাম জ্যাক ডেভিস এবং প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার পদের জন্য আবেদন করছি। আমার বয়স এখন ৯। কিন্তু জানি, এই পদের জন্য আমি একেবারেই উপযুক্ত। এর একটি কারণ, আমার বোন আমাকে এলিয়েন বলেই ডাকে। আরেকটি কারণ, স্পেস ও এলিয়েন সংক্রান্ত সব সিনেমা আমার দেখা।’

চিঠির শেষে নিজের নামের সঙ্গে গার্ডিয়েন অব দ্য গ্ল্যালাক্সি, ফর্থ গ্রেড পর্যন্তও লিখে পাঠিয়েছে সে।

নাসার বিজ্ঞানী জিম গ্রিন জ্যাকের চিঠির উত্তর দিয়ে একটি চিঠি পাঠান তাকে। সেখানে লিখেছেন, ‘আমি দেখেছি তোমার চিঠি। তুমিই হলে এই গ্রহ সুরক্ষা কর্মকর্তা। আর তুমি নাসার এই পদে অংশগ্রহণের জন্য আগ্রহী। এটাই তো বিশাল! আমরা নাসার জন্য সবসময়ই ভবিষ্যতের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের খোঁজ করি। সুতরাং আশা করি, তুমি ভালোভাবে পড়াশুনা করবে এবং স্কুলে ভালো করবে। আশা করি, একদিন আমরা তোমাকে এখানে নাসায় দেখতে পাবো।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও