ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাবালিকা মেয়েদের দিয়েই চলছে ভারতের যৌনপল্লিগুলো


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৩:০৬ পিএম আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০৯:০৬ এএম
নাবালিকা মেয়েদের দিয়েই চলছে ভারতের যৌনপল্লিগুলো

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়েই চলছে ভারতের যৌনপল্লিগুলো। দেশটির মুম্বাই শহরের অন্তত ১৫ শতাংশ বাণিজ্যিক যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে নাবালিকা মেয়েরা কাজ বলে সম্প্রতি এক জরিপে বেরিয়ে এসেছে।

ভারতের ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) এবং মহারাষ্ট্রের শিশু অধিকার রক্ষা কমিশনের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে আসে। এর আগে ২০১৫ সালে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত আরেকটি রিপোর্টেও উঠে আসে ভয়ানক এক তথ্য। এতে দেখা যায়, গত এক দশকে ভারতে শিশু ও নাবালিকা মেয়ে পাচারের সংখ্যা বেড়েছে ১৪ গুণ।

যৌনকর্মে যুক্ত এসব অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এদের মধ্যে বেশিরভাগই যৌনপল্লিতে পা রাখে ধর্ষণের শিকার হয়ে বা দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য। নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই পথে নামতে হয় তাদের। এদের আকর্ষণীয় করে তোলার জন্যে দেয়া হয় হরমোন ইনজেকশন। খাওয়ানো হয় গর্ভনিরোধক এবং মোটা করার ওষুধ।

এসব যৌনকর্মীর বেশিরভাগই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ছয়জন খদ্দেরের চাহিদা পূর্ণ করে। বিনিময়ে পায় ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে এর সিংহভাগই চলে যায় দালালের হাতে।

মুম্বাই, বিরার, থানে এবং নবি মুম্বাইয়ের মোট ১ হাজা ১৬২টি যৌনপল্লির ১০ হাজা ৮২ জন যৌনকর্মীর ওপর করা হয়েছিল এই সমীক্ষা। এতে দেখা যায়, অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা সবচেয়ে বেশি পানভেলে (১৮ দশকি ৭ শতাংশ) এবং বোরিভালিতে (১২ দশমিক ৫ শতাংশ)।

দালালদের লক্ষ্য থাকে প্রধানত দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের মেয়েরা। বিহার এবং ঝাড়খণ্ডের বেদিয়া প্রজাতির মেয়েদেরও চাহিদা বেশি। এদের ৭১ শতাংশেরই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। মুম্বইয়ের দেহব্যবসা থেকে প্রতিবছর ২ হাজার ৫৫০ কোটি টাকা আয় হয় বলেও জরিপে বেরিয়ে আসে।

প্রসঙ্গত, যৌন সহিংসতাসহ নারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনায় ভারত অহরহ সংবাদের শিরোনাম হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ- তা সরকারি হিসাবেই বোঝা যায়। সরকারি পরিসংখ্যান মতে, দেশটিতে প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। গড়ে প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়। ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে বাসের ভেতর ২৩ বছরের এক তরুণীকে ছয়জন মিলে ধর্ষণের ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনায় তরুণীটি মারা যাওয়ার পর এ নিয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

এছাড়া শিশুদের ওপর যৌন নিপীড়নের দিক থেকেও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ভারত। ভারত সরকার এবং ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, দেশটিতে প্রতি ১৫৫ মিনিটে ধর্ষণের শিকার হয় ১৬ বছরের কম বয়সী একটি মেয়ে। আর প্রতি ১৩ ঘণ্টায় ধর্ষণের ১০ বছরের কম বয়সী একটি মেয়েকে ধর্ষণ করা হয়।

২০১৫ সালে ১০ হাজারেরও বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশটিতে বসবাসরত নারীদের ২৪ কোটি নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে। সরকারি জরিপে অংশ নেয়া শিশুদের ৫৩ দশমিক ২২ শতাংশ জানায়, তারা কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হয়েছে। নিপীড়নকারীদের ৫০ শতাংশই হচ্ছে পরিচিত, যাদের ব্যক্তিগতভাবে বিশ্বাস করা হয় বা যাদের তত্ত্বাবধানে শিশুরা থাকে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও