ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করতে আরববিশ্বের আহ্বান


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০১:৩৯ পিএম আপডেট: ডিসেম্বর ১০, ২০১৭, ০৭:৪১ এএম
ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করতে আরববিশ্বের আহ্বান

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছে আরব বিশ্বের পররাষ্ট্র মন্ত্রীরা। রবিবার কায়রোতে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি  আরব বিশ্বের পররাষ্ট্র মন্ত্রীদের এ  আহ্বানের কথা জানান।

জেরুজালেমকে স্বীকৃতি দেয়াকে উন্নয়নের "সমাধি" বলে উল্লেখ করে তারা বলেন, ওয়াশিংটনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দিকে যাচ্ছে। ট্রাম্পের সিদ্ধান্তকে নিন্দা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানান আরব মন্ত্রীরা।

শনিবার রাতে শুরু হওয়া জরুরি বৈঠকে গৃহীত দুই পৃষ্ঠার বিবরণীতে মার্কিন পণ্য বর্জন বা অর্থনীতি সম্পর্ক কমিয়ে আনার কথা উল্লেখ্ করা হয়। যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার একটি অংশ।

রাতে মিশরের রাজধানী কায়রোয় এক জরুরি বৈঠক সংস্থার মহাসচিব আহমেদ আবুল-গেইত পূর্ব জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ট্রাম্পের এ ঘোষণা শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। মার্কিন সরকারের এ সিদ্ধান্ত প্রকারান্তরে দখলদারিত্বকে স্বীকৃতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল। বাসিল বলেন, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে হবে। এরপর রাজনৈতিক ব্যবস্থা ও পরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

সারা বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি ট্রাম্পের সিদ্ধান্তকে ‘যুদ্ধের উস্কানি’ বলে দাবি করেন। তিন বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করাতে আরব দেশগুলোকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। 

গোনিউজ২৪/কেআর

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও