ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০২:৩১ পিএম আপডেট: আগস্ট ২৩, ২০১৭, ০৮:৩১ এএম
ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান

পাকিস্তানকে ‘সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যে হতাশা প্রকাশ করার পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার অভিযোগও অস্বীকার করেছে দেশটি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ নওয়াজ বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, মঙ্গলবার এক বক্তৃতায় ট্রাম্প বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য ‘যে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে’ সে ব্যাপারে ওয়াশিংটন আর নীরব থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করার পর ইসলামাবাদ ওই প্রতিক্রিয়া জানাল।

আসিফ বলেন, ‘সন্ত্রাসবাদের মাধ্যমে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের সমান ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র সেই ভূমিকা স্বীকার করেনি।’

ট্রাম্প তার বক্তৃতায় আরো বলেন, ‘ইসলামাবাদের উচিত আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করা। কারণ যুক্তরাষ্ট্র এই খাতে পাকিস্তানকে শত শত কোটি ডলার অর্থসাহায্য দেয়। পাকিস্তান মার্কিন সরকারকে সহযোগিতা না করে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি করে দিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্টের ওই কঠোর বক্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিগত দিক দিয়ে পাকিস্তান তার ভূমিকে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। তিনি বলেন, পাকিস্তান অন্য কোনো দেশের জন্য নয়, তার নিজের জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়ছে।

এর আগে ট্রাম্প তার নতুন আফগানিস্তান নীতি বিষয়ে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের উদ্দেশে এসব কথা বলেন। তার বক্তৃতার পরপরই পাকিস্তানকে ‘সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ’ বলে ট্রাম্প যে মন্তব্য করেন, তার উড়িয়ে দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেন, ‘পাকিস্তান তার নিজ ভূখণ্ডে সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় অভিযান চালিয়ে আসছে। পাকিস্তানে সন্ত্রাসীদের কোনো আস্তানা নেই।’

এদিকে এই ইস্যুতে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে তার মিত্র চীন। ট্রাম্পের বক্তব্যের পরই তার নতুন নীতির তীব্র নিন্দা জানিয়েছে তারা। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ‘মহান ত্যাগ’ এবং ‘গুরুত্বপূর্ণ অবদানের’ প্রশংসা করে চীনা প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘আমরা বিশ্বাস করি, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদানকে স্বীকৃতি দেয়া উচিৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও