ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চরম উত্তেজিত ট্রাম্প-কিম, নামছেন যুদ্ধে?


গো নিউজ২৪ | পাপলু রহমান প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০১:৫৭ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৭:৫৮ এএম
চরম উত্তেজিত ট্রাম্প-কিম, নামছেন যুদ্ধে?

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে রকেট মানব হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকিও দেয়া হয়।

খোদ জাতিসংঘের সাধারণ পরিষদে বসে এমন আপত্তিকর বক্তব্য দেয়ার চরম ক্ষুব্ধ হয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ব্যাপারে সরকারি গণমাধ্যমকে দেয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ট্রাম্পকে ‘বিকৃত মস্তিষ্কের’ অধিকারী বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে এজন্য ট্রাম্পকে চড়া মূল দিতে হবে বলেও হুমকি দিয়েছেন।

বিবিসির খবরে উল্লেখ করা হয়, গেল মঙ্গলবারের জাতিসংঘে দেয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, যদি যুক্তরাষ্ট্রকে আত্মরক্ষার চেষ্টা করতে বাধ্য করা হয় তাহলে তারা উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ট্রাম্প ব্যঙ্গ করে কিম জং উনকে বলেন, ‘রকেট মানব’।

প্রেসিডেন্ট ট্রাম্পের আপত্তিকর ওই মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রে বসেই দেশটিকে হুমকি দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ হিসেবে অভিহিত করেন। সেই সঙ্গে সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকির জবাবে পিয়ংইয়ং প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা পরীক্ষা চালাতে পারে।

অপরদিকে, উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর এক বিবৃতিতে কিম জং উন উল্লেখ করেছেন, ‘ট্রাম্পের মন্তব্য আমাকে ভীত হওয়ার চেয়ে উৎসাহিত করেছে। আমার মনে হচ্ছে আমি ঠিক পথে আছি। আর এই পথেই শেষ পর্যন্ত আমাকে থাকতে হবে।’ 

উত্তর কোরিয়ার সর্বোচ্চ ওই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন ট্রাম্প বিশ্বের সামনে আমাকে অপমান করতে চাইছেন। তিনি সবচেয়ে সহিংস যুদ্ধের হুমকি দিয়েছেন।’ তবে কিমের প্রতিক্রিয়া কী হবে বা হতে পারে তা ভাবার কোনো অবকাশ পাচ্ছেন না ট্রাম্প। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করতে নতুন নির্বাহী আদেশে সইও করেছেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে মিত্র দেশ জাপানের ওপর দিয়ে দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান ওই ঘটনাকে অপ্রীতিকর হিসেবে উল্লেখ করে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা জাপানের নিরাপত্তার জন্য হুমকি।

ট্রাম্প ও কিমের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যেকোনো সময় দেশ দুটিকে যুদ্ধে জাড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি করতে দুই নেতাই প্রস্তুতি নিচ্ছেন বলেও মনে করা হচ্ছে।

গোনিউজ২৪/এন 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও