ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওবামার চেয়ে কম অভিবাসী বহিস্কার করছেন ট্রাম্প


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৭, ১২:১২ পিএম
ওবামার চেয়ে কম অভিবাসী বহিস্কার করছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের চেয়ে অবৈধ অভিবাসী কমই বহিস্কার করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ট্রাম্পের প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও পরিসংখ্যান বলছে অভিবাসী বহিস্কারের সংখ্যা পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টের শাসনামল থেকে অনেক কম। সিএনএন’কে দেওয়া  ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর পরিসংখ্যানে এ কথা বলা হয়।

পরিসংখ্যানে দেখা যায়, প্রেসিডেন্ট বারাক ওবামা অবৈধ অভিবাসী বিশেষ করে অপরাধী অভিবাসী সরানোর  ব্যাপারে বেশি মনোযোগী ছিলেন। ট্রাম্প শাসনামলের প্রথম তিন মাসে অভিবাসী সরানোর যে গতি দেখা যায় তা প্রেসিডেন্ট বারাক ওবামার দুই বছরের কার্যক্রম থেকেও কম।

ট্রাম্প শাসনামলের প্রথম দুই মাসে নিরপরাধ অভিবাসী গ্রেফতার অনেক বেড়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে এই সপ্তাহ পর্যন্ত মোট ৫৪,৫৬৪ জন অভিবাসী সরানো হয়েছে। যাদের মধ্যে ৩০৬৬৭ জন অপরাধী ও ২৩৮৯৭ জন নিরপরাধী অভিবাসী ছিল। আইসিই বলছে এই সংখ্যা ওবামা প্রশাসনের অভিবাসী সরানোর সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে।

এদিকে জানুয়ারি ২০১৬ থেকে এপ্রিল ২০১৬ পর্যন্ত ইমিগ্রেশন ও কাস্টমস (আইসিই) বিতাড়িত করে ৬২০৬২ জন অভিবাসী, যাদের মধ্যে ২৪৯৫৩ জন নিরপরাধী অভিবাসী ছিল। দেখা যায়, ২০১৫ সালের একই সময়ের মধ্যে ৫৯৯৩৮ জন অভিবাসী বিতাড়িত করা হয়, যাদের মধ্যে ২৩৫৭১ জন নিরপরাধী অভিবাসী ছিল।

অন্যদিকে, ২০১৪ সালে ওবামা প্রশাসন ৩৮৬৭১ জন নিরপরাধী অভিবাসীসহ মোট ৮৭৬৯০ জনকে বিতাড়িত করে।

পরিসংখ্যানে আরো দেখা যায়, ট্রাস্প প্রশাসনের প্রথম দুই মাসে অবৈধ অভিবাসী গ্রেফতার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং গত বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি অভিবাসী সরানো  হয়েছে। গত বছরের তুলনায় অভিবাসী দ্বিগুণ গ্রেফতার হয়েছে।

এরই মধ্যে কিছু অভিবাসীকে বিতাড়িত করা হতে পারে কারণ ইতিমধ্যে তাদের আপিল প্রক্রিয়া শেষ হয়েছে। এদের কয়েকজন গ্রেফতারও হতে পারে।

আইসিই জানিয়েছে,যারা জাতীয় নিরাপত্তা,জনগণের নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে অবৈধ অভিবাসীদের ছাড় দেওয়া হবেনা। 

 

গো নিউজ২৪/জা আ 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও