ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এভারেস্ট চূড়ায় চোরের হানা!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০১:১২ পিএম আপডেট: মে ২৬, ২০১৭, ০৭:১২ এএম
এভারেস্ট চূড়ায় চোরের হানা!

চোর কি তবে এবার হানা দিচ্ছে এভারেস্টের চূড়ায়ও? আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। এভারেস্ট আরোহীদের বিভিন্ন ক্যাম্প থেকে চুরি হয়ে যাচ্ছে অক্সিজেনের বোতল। আর এটা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে বিদেশি আরোহী ও শেরপাদের।

তারা জানান, অক্সিজেনের বোতল চুরি আরোহীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। কারণ আবহাওয়া এবং সময়ের সঙ্গে মিল রেখে তারা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন বোতলে নিয়ে বিশ্বের সর্বোচ্চ এই পাহাড়টিতে আরোহণ করেন। প্রয়োজনীয় অক্সিজেন না পেলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয় তাদের।

এরই মধ্যে এভারেস্টে আরোহণ করতে যাওয়া সর্বশেষ দলটি এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক অনভিজ্ঞ আরোহী এবং অযোগ্য গাইডরা এই অবস্থা সৃষ্টির জন্য দায়ী। সম্প্রতি এভারেস্ট চূড়া থেকে ফিরে আসা নিমা তেনজি শেরপা বলেন, ‘এটা সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন বিদেশি দলগুলোর কাছ থেকে শুনতাম, তাদের অক্সিজেনের বোতল অদৃশ্য হয়ে যাচ্ছে এবং এটা তাদের জীবনের জন্য হুমকি। বিশেষ করে যারা এখনো চূড়ায় পৌঁছতে পারেনি। যাত্রাপথে নির্দিষ্ট পরিকল্পনা করেই তারা অক্সিজেনের বোতলগুলো নিয়ে এসেছে। তাদের ফিরে যাওয়ার জন্যও অক্সিজেন প্রয়োজন হবে।’

অক্সিজেনের বোতল চুরি সম্পর্কে সামাজিক মাধ্যমেও পোস্ট দিচ্ছেন বিদেশি আরোহীরা। সোমবার টিম মোসেডেল নামের একজন লিখেছেন, ‘আমাদের সরবরাহ থেকে আরো সাত বোতল অক্সিজেন অদৃশ্য হয়ে গেছে। এভারেস্টের চূড়ায় পৌঁছতে এখনো আমাদের ৭ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। জাদুর বাতাস কি আমাদের আরো কয়েক বোতল অক্সিজেন কেড়ে নেবে?’

এর আগেও একই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন মতে, এই মৌসুমে এ পর্যন্ত ১০ জন আরোহী নিহত হয়েছেন। তবে নেপালি কর্তৃপক্ষের ভাষ্যমতে, নিহতের সংখ্যা পাঁচ। তবে এর মধ্যে অক্সিজেনের বোতল চুরি সংক্রান্ত ঘটনায় কেউ নিহত হয়নি।

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুর্বা নমগিয়েল শেরপা বলেন, ‘চোরেরা তাবুর তালা ভেঙে অক্সিজেনের বোতল, খাবার এবং রান্না করার গ্যাস নিয়ে গেলে আমরা কী করতে পারি? এটা ক্রমেই একটি প্রথা হয়ে উঠছে।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও