ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিকায় সম্পদ লুট করছে বিশ্ব


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৪:৩১ পিএম আপডেট: মে ২৫, ২০১৭, ১০:৩১ এএম
আফ্রিকায় সম্পদ লুট করছে বিশ্ব

আফ্রিকান ইউনিয়নের সদরদফতর

আফ্রিকায় প্রতি বছর যে পরিমাণ সম্পদ যায় তার চেয়ে বহু বহু গুণ সম্পদ সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এর পরিমাণ চার হাজার কোটি ডলারেরও বেশি। বিদেশী সহায়তার ‘বিভ্রান্তি’র চ্যালেঞ্জ করে সম্পাদিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গ্লোবাল জাস্টিস নাউ-সহ যুক্তরাজ্য ও আফ্রিকার সমতা এবং উন্নয়নের আন্দোলনকারী একটি জোট এই গবেষণা চালায়। গতকাল বুধবার তাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়, আফ্রিকার সম্পদ থেকে সেখানকার জনগণের চেয়ে বহির্বিশ্ব বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছে।

এতে বলা হয়, আফ্রিকার দেশগুলো ২০১৫ সালে প্রধানত বিদেশী ঋণ, ত্রাণ ও ব্যক্তিগত রেমিট্যান্স হিসেবে ১৬ হাজার ২০০ কোটি ডলার গ্রহণ করে। একই বছর মহাদেশ থেকে বাইরে চলে যায় ২০ হাজার ৩০০ কোটি ডলার। বহুজাতিক কোম্পানির মুনাফা, অবৈধ অর্থ পাচার অথবা জলবায়ুর সাথে খাপ খাওয়ানো অথবা তার বিরূপ প্রভাব দূর করার জন্য ব্যয় হিসেবে এসব অর্থ মহাদেশটির বাইরে চলে যায়। এতে বার্ষিক আর্থিক ঘাটতির পরিমাণ দাঁড়ায় চার হাজার ১৩০ কোটি ডলার থেকে চার হাজার ৭০০ কোটি ডলার বলে অনেস্ট অ্যাকাউন্টস-২০১৭ রিপোর্টে উল্লেখ করা হয়।

আন্দোলনকারীরা জানান, দেশগুলোর মধ্যে অবৈধ নগদ অর্থের লেনদেনকে বলা হয় অবৈধ আর্থিক প্রবাহ, যার পরিমাণ বছরে ছয় হাজার ৮০০ কোটি ডলার। এর পরিমাণ আফ্রিকা বিদেশী সাহায্য হিসেবে যা পায় তার তিনগুণেরও বেশি। মহাদেশটি বছরে বিদেশী সাহায্য হিসেবে পায় এক হাজার ৯০০ কোটি ডলার। 

জুবিলি ডেট ক্যাম্পেইনের অর্থনীতিবিদ টিম জোন্স বলেন, ‘আমরা যে কথাটি জানাতে চাই তা হলো আফ্রিকায় যে পরিমাণ অর্থ যায়, সেখান থেকে বেরিয়ে যায় তার চেয়ে অনেক বেশি। আমরা যদি সেখানকার দারিদ্র্য নিরসন ও বৈষম্য দূর করতে চাই তাহলে আমাদের সেই অর্থ সেখানে ফেরত নিতে সহায়তা করতে হবে। এই বৈষম্যের পেছনে মূল কারণ হলো অনায্য দায় পরিশোধব্যবস্থা ও কর ফাঁকি এবং দুর্নীতির মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর অর্থ পাচারের গোপন কর্মকাণ্ড।

২০১৫ সালে আফ্রিকার সরকারগুলো তিন হাজার ২০০ কোটি ডলার ঋণ গ্রহণ করেছিল। কিন্তু তাদেরকে তার অর্ধেকেরও বেশি এক হাজার ৮০০ কোটি ডলার সুদ পরিশোধ করতে হয়, যা তাদের জন্য বাড়ানো ঋণের সুবিধাকে দ্রুত সাবাড় করে ফেলে। আন্দোলনকারীরা বলেন, বিদেশী সাহায্য আফ্রিকার জন্য সহায়ক হচ্ছে বলে ধনী দেশগুলোর দাবি ‘দৃষ্টি অন্য দিকে সরানোর চেষ্টা ও বিভ্রান্তিকর’। 

গ্লোবাল জাস্টিস নাউ-এর আন্দোলনকারী আয়েশা দোদওয়েল বলেন, ‘পশ্চিমা সমাজে এ কথা জোরালোভাবে প্রচলিত রয়েছে, আফ্রিকা গরিব আর এ কারণে তাদের আমাদের সাহায্য দরকার। এই গবেষণায় দেখা গেছে, আফ্রিকার দেশগুলোর জন্য আসল প্রয়োজন হচ্ছে তাদের মহাদেশ থেকে সুপরিকল্পিতভাবে বাকি বিশ্বের অর্থ লুণ্ঠন বন্ধ করা। কালের আবর্তনে ঔপনিবেশিক লুণ্ঠনের ধারায় হয়তো পরিবর্তন এসেছে; কিন্তু তার আসল চরিত্রের কোনো হেরফের হয়নি।’

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আফ্রিকা অত্যন্ত সম্পদশালী মহাদেশ। দক্ষিণ আফ্রিকা খনিজসম্পদে সমৃদ্ধ, যার মূল্য আড়াই লাখ কোটি ডলার। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের এ সম্পদের পরিমাণ দুই কোটি ৪০ লাখ কোটি ডলার। অবশ্য মহাদেশটির প্রকৃতিক সম্পদ নিজস্ব; কিন্তু তা উত্তোলন করে বিদেশী বহুজাতিক কোম্পানিগুলো। 

ঘানার আইসোডেকের (ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার) নীতি বিশ্লেষক বার্নার্ড আদাবা বলেন, ‘আফ্রিকার উন্নয়ন হাতছাড়া হয়ে গেছে। শোষক শিল্পকারখানা, পশ্চিমা ট্যাক্স হ্যাভেন এবং অবৈধ বৃক্ষকর্তন ও মাছ শিকারের পন্থায় আমাদের অর্থনীতির শত শত কোটি ডলার জোঁকের মতো শুষে নেয়া হচ্ছে।
 
সূত্র : গার্ডিয়ান

গো নিউজ২৪/পিআর

    

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও