ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমন ম্যাচেও শ্রীলঙ্কার কষ্টের জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৯:৪৮ এএম
এমন ম্যাচেও শ্রীলঙ্কার কষ্টের জয়

সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডি কক-আমলারা লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েন। ভেঙে ফেলেন নিজেদের রেকর্ডও। এর আগে এত কম রানে কখনো অলআউট হয়নি প্রোটিয়ারা। হাশিম আমলাকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন কুইন্টন ডি কক। আর ব্যাট করতে নেমে ‘চোখে সরষে ফুল’ দেখে প্রোটিয়া ব্যাটসম্যানরা। শুরুতেই সিলভার জোড়া আঘাত। কোন রান না করে ফিরে যান ওপেনার হাশিম আমলা। সাথে থাকা আরেক ওপেনার ডি কক ১১ বলে ২০ রান করে সাঝঘরে ফিরেন। 

ব্যাট হাতে আসেন রেজা হেনরিকস ও অধিনায়ক জেপি ডুমিনি। এবার আকিলা ধনাঞ্জয়ার শিকার হেনরিকস। ১৬ বল মোকাবেলা করে ১৯ রান করে ফিরেন। সাথে থাকা অধিনায়ক ৮ বলে ৩ রান করে সিলভার শিকার হন।

দলীয় স্কোরকে একটু উপড়ের দিকে নিয়ে যান হেনরিচ ক্লাচেন ও ডেভিড মিলার। তবে বেশিক্ষণ যেতে পারেননি। ১৬ বলে ১৮ রান করে ফিরেন ক্লাচেন। মিলার ফিরছেন ১৬ বলে ১৪ রান করে। আর বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। ফলে ১৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে গুটিয়ে যায় জেপি ডুমিনি বাহিনী। আর তাতে গড়েন একটি লজ্জার রেকর্ড।

আরো পড়ুন: দলে ফিরলেন সেরা অলরাউন্ডার, বাদ পড়বেন কে?

এর আগে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০০ রান করে অলআউট হয়ে যায়। এবার তার চেয়ে ২ রান কম করলো প্রোটিয়ারা। অর্থাৎ, প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে ১০০ রানের নিচে অলআউট হলো প্রোটিয়ারা। 

অল্প রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার যত বিপত্তি। শ্রীলঙ্কার শুরুটাও ছিল নড়বড়ে। ৬ রানের মধ্যে স্বাগতিকরা হারায় দুই ওপেনার কুশল পেরেরা (৩) ও কুশল মেন্ডিসকে (১)। শুরুর ধাক্কা অবশ্য ভালোভাবেই কাটিয়ে ওঠে তারা দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয় ডি সিলভার ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৩ রান।এই জুটিটাই জয়ের ভিত্তি গড়ে দেয়। 

ডি সিলভা ২৬ বলে ৩১ রান করে আউট হওয়ার পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ শূন্য রানে ফিরে গেলে আবার এলোমেলো শ্রীলঙ্কা। দাসুন শানাকা (১৬), থিসারা পেরেরা (০) ও আকিলা ধনাঞ্জয়া (২) আউট হওয়ার হলে হারের আশঙ্কাও জন্মেছিল স্বাগতিকদের। তবে ক্রিজে দিনেশ চান্ডিমাল থাকায় সেটা আর হয়নি। ৩৩ বলে হার না মানা ৩৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

আফ্রিকান বোলারদের মধ্যে ডালা, শামসি ও রাবাদা ২টি করে উইকেট শিকার করে। 

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ