ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজের বাল্য বিয়ে নিজেই ঠেকিয়ে দিলেন সাহসী স্বপ্না


গো নিউজ২৪ | ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৫, ২০১৮, ১০:১৬ পিএম
নিজের বাল্য বিয়ে নিজেই ঠেকিয়ে দিলেন সাহসী স্বপ্না

পড়ালেখায় বেশ মনযোগী, জীবনের লক্ষ্য চিকিৎসক হওয়া। সে স্বপ্ন পূরন করতেই নানা প্রতিকূলতাকে জয় করে পড়ালেখা চালিয়ে যান। অষ্টম শ্রেনীতে উঠেই বাধা পড়ে স্বপ্নপূরনে। দারিদ্রতার কারণে বাল্য বিয়ে দিতে চায় তার পরিবার।
 
বিয়ের সব আয়োজনও সম্পন্ন। কিন্তু কিছুতেই রাজী হয়না সে। এক পর্যায়ে নিজেই নিজের বিয়ে বন্ধ করে নতুন জীবনের নব সূচনা করেন। শুধু তাই নয়, সহপাঠীদের সাথে আবার নতুন করে পড়ালেখা শুরু করেন তিনি।

এই সাহসী তরুনীর নাম স্বপ্না আক্তার। ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের প্রত্যন্ত চন্দ্রপ্রসাদ গ্রামে তার বসবাস। গ্রামের দিন মজুর সেলিমের বড় মেয়ে স্বপ্না স্থানীয় খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। 

শিক্ষকদের সহযোগীতায় ৩দিন আগে নিজের বিয়ে বন্ধ করে পুরো গ্রামে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন স্বপ্না। নিজের বিয়ে বন্ধ করায় তাকে সংবর্ধনা প্রদান করে বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ভোলার নেতৃবৃন্দ। শুধু তাই নয়, তার পড়ালেখার যাবতীয় খরচ বহনের দায়িত্বও নেন ওই কমিটি।

বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ৩দিন পূর্বে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে বিদেশ ফেরত আলামিনের সাথে বিয়ের আয়োজন শুরু হয় ৮ শ্রেণী পড়ুয়া স্বপ্নার। 

বিয়ে কথা শুনে কিছুতেই রাজী হয়নি স্বপ্না। তারপরেও জোর করে বিয়ে দেয়ার চেষ্টা চলতে থাকে। এক পর্যায়ে নিজের বিয়ে বন্ধ করতে প্রধান শিক্ষকের সহযোগীতা চান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম হিরন বলেন, স্বপ্না অনেক মেধাবী, সে পড়তে চায়, বিয়ের বিষয়টি আমাকে জানানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে বিয়ে বন্ধ করে হেফাজতে রাখা হয়েছে, সে এখন পরীক্ষা দিচ্ছে।

স্কুল ছাত্রী স্বপ্না আক্তার বলেন, আমি পড়ালেখা করতে চাই, আমি ডাক্তার হতে চাই। কিন্তু আমার বাবা-মা জোর করে বিয়ে দিতে চায়। বাধ্য হয়েই নিজের বিয়ে বন্ধ করে দিয়েছি। 
একমাস আগেও একবার বিয়ে দিতে চেয়েছিলো, আমি কিছুতেই রাজি হইনি, পড়ালেখা করতে চাই। মানুষের মত মানুষ হতে চাই। ডাক্তার হয়ে জনগনের সেবা করতে চাই।

এব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, স্কুল ছাত্রী স্বপ্নাকে তার নানার জিম্মায় রাখা হয়েছে। তার বাবা-মাকেও সতর্ক করা হয়েছে। মেয়েটি এখন নিরাপদ।

এদিকে নিজের বিয়ে বন্ধ করে একদিকে যেমন নতুন করে নিজের শিক্ষা জীবন ফিরে পেয়েছেন, অন্যদিকে অন্যদের কাছেও বেশ অনুকরণীয় হয়ে উঠেছেন শিক্ষার্থী স্বপ্না। এলাকায় তার প্রশংসা এখন মুখে মুখে।

গো নিউজ২৪/আই

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!