ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারীর যৌনতা নিয়ে অবাক করা কিছু তথ্য!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১১, ২০১৮, ০৭:৩৫ পিএম
নারীর যৌনতা নিয়ে অবাক করা কিছু তথ্য!

নারীদের যৌনতা নিয়ে অবাক করা কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে এসব তথ্য প্রচলিত ধ্যান ধারণার একেবারে বিপরীত। সম্প্রতি `ক্লিনিক্যাল অ্যানাটমি` জার্নালে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্যগুলো জানার পর মনে হতে পারে, নারীদের যৌনতা নিয়ে এতদিন যা জেনে এসেছেন তা সবই ভুল। শুধু তাই নয়, নতুন গবেষণার এই ফলাফল নিয়ে গবেষকরা বলছেন, নারীদের যৌনতা সম্পর্কে বিভিন্ন শব্দের সংজ্ঞা পরিবর্তন করে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে।

সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গবেষকরা বলেছেন, ‘নারীদেহের যৌনঅঙ্গগুলোর কার্যকারিতা সম্পর্কে সঠিক ব্যাখ্যার অভাব রয়েছে। যোনির মাধ্যমে নারীদের চরম সুখানুভূতির ব্যাপারটা একেবারে অসম্ভব। শুধু তাই নয়, ক্লাইটেরাসের মাধ্যমে চরম সুখানুভূতি কিংবা জি-স্পটের মাধ্যমেও সম্পূর্ণ যৌন সন্তুষ্টি অসম্ভব। নারীদের চরম সুখানুভূতির বিষয়টি তুলে ধরতে ‘ফিমেল অর্গাজম’ শব্দ মালা ব্যবহার করা উচিৎ।’

গবেষণা রিপোর্টটিতে আরো দাবি করা হয়েছে, ‘নারীর যৌনতার অঙ্গগুলোর কার্যক্রমের প্রচলিত ব্যাখ্যা সঠিক নয়। `ইন্টারনাল ক্লাইটোরিস` বলে কোনো অঙ্গ নেই বলেও উঠে এসেছে এ গবেষণায়। এর কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, সম্পূর্ণ ক্লাইটোরিসই `বাহ্যিক।’

গবেষণায় আরো উঠে এসেছে, অধিকাংশ নারীই যৌনাঙ্গের মাধ্যমে স্বাভাবিক যৌনতার ক্ষেত্রে চরম সুখানুভূতি (রাগমোচন) পান না। তবে যোনিদ্বারের মাধ্যমে কিছু নারীর রাগমোচন হয়, যাতে ভূমিকা রাখে আশপাশের অঙ্গ এবং ক্লাইটোরিস।’

গবেষণা প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ‘অনেকে এতদিন মনে করতেন, শুধু ক্লাইটোরিসের মাধ্যমে নারীদের রাগমোচন সম্ভব। কিন্তু না, এটা অসম্ভব। তবে রাগমোচনে এ অঙ্গটির ভূমিকা রয়েছে। অতীতে ধারণা করা হতো জি-স্পট, ভ্যাজাইনাল বা ক্লাইটোরাল অর্গাজম- প্রত্যেকটিই ভিন্ন ধরনের যৌন সন্তুষ্টি আনে। এসবই আসলে ভুল ধারণা।’

গবেষণা প্রতিবেদনটির মাধ্যমে নারীদের যৌনতা নিয়ে আগের সমস্ত ধারণা ভুল বলেই দাবি করা হচ্ছে। 

 

গো নিউজ২৪/আই

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!