ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৈলাক্ত ত্বকের যত্ন কৌশল


গো নিউজ২৪ | ওমেন`স ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৫, ১০:৩৬ এএম
তৈলাক্ত ত্বকের যত্ন কৌশল

তৈলাক্ত ত্বক অন্য ত্বকের থেকে আলাদা । তাই এই ত্বকের প্রয়োজন পড়ে একটু বাড়তি যত্নের। অন্য সব ত্বকের যত্নে যে প্যাক ব্যবহার করা হয়, তৈলাক্ত ত্বকের জন্য সেই প্যাক উপযোগী না । তাই তৈলাক্ত ত্বকের অধিকারীদের ব্যবহার করতে হবে বিশেষ ফেইস প্যাক, যা তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।

 তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য যা  করণীয় -

বেসন, হলুদ, লেবুর রস এবং দুধের ফেইস প্যাকঃ

২ টেবিল চামচ বেসন
৫ ফোঁটা লেবুর রস
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
২-৩ টেবিল চামচ দুধ

বেসন, হলুদ গুঁড়ো, লেবুর রস এবং দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্রয়োজন হলে এতে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে ভাল করে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। ২০-২৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের সজীবতা ফিরিয়ে আনে ।

টমেটো এবং লেবুর রসঃ

২ টেবিল চামচ টমেটোর রস
কয়েক ফোঁটা লেবুর রস

টমেটো রস এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক স্কিন টোন ধরে রেখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে ।

নিম ফেইস প্যাকঃ

৫-৬ টি নিম পাতা
১ চা চামচ গোলাপ জল বা লেবুর রস

নিম পাতা কুচি করে বা সিদ্ধ করে বেটে নিন। এবার এর সাথে গোলাপ জল বা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আপনার ত্বকে এই প্যাকটি ভাল করে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ দূর করতে নিম অনেক কার্যকরী। এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ, মেশটা দূর করে ত্বক পরিষ্কার করে থাকে।

তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারন এই ধরণের ত্বকে দ্রুত ময়লা জমে যায়। তাই নিয়মিত ফেইস ওয়াস দিয়ে মুখ ধোয়া উচিত।

 

আ /রা

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!