ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রী পাচ্ছেন না শাহনাজ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৯, ০৬:১১ পিএম আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯, ১২:১১ পিএম
যাত্রী পাচ্ছেন না শাহনাজ

অনেক কল আসে রাইডের জন্য, কিন্তু কথা বলে কেউ আর রাইড নেয় না। আর এটা কেন হচ্ছে, তা নিয়ে বেশ চিন্তিত আলোচিত উবার রাইডার শাহনাজ আক্তার। 

শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, আজ সাড়ে ১২টার দিকে বের হয়েছি। দুইটা কল পেয়েছি, কিন্তু কথা বলে কেটে দিলো, ক্যান্সেল করে দিলো। গত পরশু আড়াইটার দিকে বেরুলাম। রাত পর্যন্ত ৬টা কল পেলাম। সবাই জিজ্ঞেস করে, আপনি শাহনাজ আপু? জি, বলছি বলে জানালে উত্তর এলো, আচ্ছা যাবো না। তারপর রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলো। এভাবেই চলছে গত দুই দিন ধরে।

তিনি আরো বলেন, হয়তো সবাই ভাবছে আবার কোন ঝামেলা হয়। এ ভাবনা থেকেই হয়তো কেউ তার বাইকে উঠছে না।

শাহনাজ বলেন, এভাবে চলতে থাকলে তো আমি আমার দুই মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবো না।  আমি তো কারও কাছে হাত পাতি নাই, কারও কাছে দশ টাকা সাহায্য চাই নাই। এমনকি বাইক হারানোর পর অনেকেই নতুন বাইক কিনে দিতে চেয়েছিলেন, আমি সেই নতুন বাইকও চাই নাই। আমি ধার করে কেনা আমার পুরনো বাইকটাই চেয়েছিলাম। কাজ করে খাচ্ছিলাম, এখনো কাজই চাই। কিন্তু বাইক না চালালে দুই মেয়ে আর মাকে নিয়ে চলবো কেমন করে? মেয়েদের লেখাপড়া করাবো কীভাবে? আমার একটা চাকরির ব্যবস্থা যদি কোনোভাবে হতো, তাহলে মেয়ে দুটোকে লেখাপড়া করাতে পারতাম, আমার মতো কষ্ট যেন ওদের না করতে হয়, সেজন্যই আমার কষ্ট করা।  কিন্তু আমার বাইকেও তো কেউ উঠতে চাচ্ছে না।  কী করবো আমি?

তিনি বলেন, এভাবে চলতে থাকলে মেয়েদের স্বপ্নপূরণ দূরের কথা, তাদের নিয়ে বেঁচে থাকাই কঠিন হবে আশঙ্কা প্রকাশ করে শাহনাজ বলেন, আমার জন্য কেউ যদি একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিতেন, তাহলে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারতাম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি শাহনাজের স্কুটিটি ছিনতাই হয় রাজধানীর শেরে বাংলা নগর থানার খামারবাড়ি এলাকা থেকে। এরপর  মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্কুটিটি উদ্ধার করে পুলিশ। সেসময় বেশ আলোচনায় চলে আসেন জীবন সংগ্রামী এই নারী।

গো নিউজ২৪/আই

নারী ও শিশু বিভাগের আরো খবর
মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধসহ ৭ উপকার 

মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধসহ ৭ উপকার 

একজন `জামিলা কসাই‍‍`

একজন `জামিলা কসাই‍‍`

সেদিন আমি স্নানও করিনি, যদি ওই অবস্থায় দেখে ফেলে!

সেদিন আমি স্নানও করিনি, যদি ওই অবস্থায় দেখে ফেলে!

বাল্য বিয়ে বন্ধ করলো কিশোরী ক্লাবের সদস্যরা

বাল্য বিয়ে বন্ধ করলো কিশোরী ক্লাবের সদস্যরা

নারী দিবসের ইতিকথা

নারী দিবসের ইতিকথা

অন্তঃসত্ত্বার কারণে ইউএনওকে ওএসডি করায় সংসদে ক্ষোভ

অন্তঃসত্ত্বার কারণে ইউএনওকে ওএসডি করায় সংসদে ক্ষোভ