ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা জয় করলেন ৩ বাংলাদেশি সাইক্লিস্ট


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৮, ০৮:১৬ পিএম আপডেট: আগস্ট ২৮, ২০১৮, ০৯:৫৫ পিএম
বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা জয় করলেন ৩ বাংলাদেশি সাইক্লিস্ট

ঢাকা : বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তা ‘খারদুংলা পাস’ জয় করেছেন তিন বাংলাদেশি সাইক্লিস্ট। সমুদ্রপৃষ্ঠের শূন্য ফুট থেকে পাঁচ হাজার ১১২ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে বিশ্বের সর্বোচ্চ উঁচু রাস্তা অতিক্রম করে দেশের পতাকা উড়িয়েছেন। যার উচ্চতা ১৮ হাজার ৩৮০ ফুট।

‘সি টু সামিট হিমালয়ান সাইকেল এক্সপেডিশন’ নামে এই সাইকেল যাত্রায় সফল তিন সাইক্লিস্ট হলেন- মৌলভীবাজারের সন্তান রাজীব দে অনিক, গাজীপুর সাইকেল রাইডার্সের সদস্য কাজী শরীফ ও জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাবের তোজ্জাম্মেল হোসেন মিলন। গত ১৭ জুন থেকে ১৭ আগস্ট (৬১) দিনে এ অভিযানে শেষ হয়।

মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান রাজীব দে।

রাজীব মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার সতীশ দের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটির এডমিন।

সংবাদ সম্মেলনে রাজীব জানান,  গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের সমুদ্রপৃষ্ঠের শূন্য ফুট থেকে তাদের তিন সদস্যের সাইক্লিস্ট দলটি যাত্রা শুরু করে। বাইসাইকেল চালিয়ে দেশের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। পরে ভারতের নয়টি প্রদেশ পশ্চিম বঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, দিল্লি, চন্ডিগড়, পাঞ্জাব, হিমাচল ও জুম্মু কাশ্মির ঘুরে ৬১ দিনে পাচঁ হাজার ১১২ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে পৌঁছে যান তাদের কাঙ্ক্ষিত গন্তব্য বিশ্বের সবচেয়ে উঁচু যানবাহন চলাচলের রাস্তা ‘খারদুংলা পাস’। যার উচ্চতা ১৮ হাজার ৩৮০ ফুট।

তিনি আরও জানান, দলগতভাবে বাংলাদেশ থেকে এ বীরত্বপূর্ণ অর্জন তাদেরই প্রথম। সিলেট বিভাগ থেকে রাজীব দে অনিক প্রথম সাইক্লিস্ট, যিনি ১৮ হাজার ৩৮০ ফুট ওপরে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।

জানা যায়, তাদের এ অভিযানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, পর্যটন করপোরেশন, ভারতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশন ও ভারতীয় হোম অফিস থেকে অনুমতি নিতে হয়। এছাড়া ভারতের কয়েকটি এলাকায় বিশেষ অনুমতি সংগ্রহ করে মিশন সম্পন্ন করতে হয়েছে। 

 

গো নিউজ২৪/আই

পর্যটন বিভাগের আরো খবর
৩ ঘণ্টায় কক্সবাজার-সেন্টমার্টিন, ভাড়া ২৫০০ টাকা

৩ ঘণ্টায় কক্সবাজার-সেন্টমার্টিন, ভাড়া ২৫০০ টাকা

টাউন হল ভেঙে নতুন কমপ্লেক্স বানাতে চান আ.লীগ নেতারা

টাউন হল ভেঙে নতুন কমপ্লেক্স বানাতে চান আ.লীগ নেতারা

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে অত্যাধুনিক রণতরী উদ্বোধন কাল

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে অত্যাধুনিক রণতরী উদ্বোধন কাল

সহজেই সাজেক যাওয়ার পথ তৈরি হল

সহজেই সাজেক যাওয়ার পথ তৈরি হল

সংসদ লেকে দৃষ্টিনন্দন নৌকা, ব্যয় ৪০ লাখ টাকা

সংসদ লেকে দৃষ্টিনন্দন নৌকা, ব্যয় ৪০ লাখ টাকা

সবার জন্য মাসে ১ দিন চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ

সবার জন্য মাসে ১ দিন চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ