ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসি আসার সুফল এখন থেকেই পাওয়া শুরু করেছে পিএসজি


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১১:৪২ পিএম
মেসি আসার সুফল এখন থেকেই পাওয়া শুরু করেছে পিএসজি

মেসিকে দলে টানার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে পিএসজি। ভোজবাজির মতো পরিস্থিতি পাল্টে না গেলে ১০ আগস্ট বিখ্যাত আইফেল টাওয়ারে আলোকসজ্জা-আতশবাজির মাধ্যমে মেসিকে দলে নেওয়ার ঘোষণা দেবে পিএসজি। ঠিক যেভাবে ২০১৭ সালে নেইমারের দলে আসার ঘোষণা দিয়েছিল তারা। মেসির পিএসজিতে এই আগমন প্রভাব ফেলতে শুরু করেছে মাঠ ও মাঠের বাইরেও।

পিএসজির অফিশিয়াল ফ্যান টোকেনের কথাই ধরুন। মেসি পিএসজিতে আসবেন, এ খবর মোটামুটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ। লিওনেল মেসি নামটাই যে কত বড় ব্র্যান্ড, এটা যেন তারই আরেক প্রমাণ।

করোনাকালে এমনিতেই দর্শকদের মাঠে খেলা দেখাতে পারছে না ক্লাবগুলো। ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে না, ক্লাবের অফিশিয়াল স্টোর ও জাদুঘর দেখিয়ে আয়ের রাস্তাও বন্ধ হয়েছে। যে কারণে অনেক ক্লাব এই ফ্যান টোকেন–ব্যবস্থার দিকে আগ্রহী হয়েছে। অর্থের বিনিময়ে যে ভক্ত ক্লাবের এই ফ্যান টোকেন কিনবেন, ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তিনি। যেমন ক্লাবের বিভিন্ন জিনিসপত্র কেনা, ভোটে অংশ নেওয়া, মতামত দেয়া, এক্সক্লুসিভ জিনিসপত্রের সুবিধা পাওয়া, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারা, পছন্দের জায়গায় বসে ম্যাচ দেখতে পারা ইত্যাদি।
বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি, এএস রোমা, লিডস ইউনাইটেড, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, গালাতাসারাইয়ের মতো অনেক ক্লাব এর মধ্যেই এই ফ্যান টোকেন–ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ক্লাবগুলোও ভক্তদের বিভিন্ন তথ্য জানতে পারবে। নিয়মিত ও পাঁড় ভক্তদের পুরস্কৃত করতে পারবে। যাঁরা সময়-সময় ক্লাবের কাছ থেকে কিছু না কিছু কেনেন।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে মেসির পিএসজিতে যাওয়ার সংবাদ। আর সে খবরই বাড়িয়ে দিয়েছে পিএসজির ফ্যান টোকেনের দাম। এক পিএসজি–ভক্ত কিছুদিন আগেও ক্লাবের টোকেন যে দামে কিনতেন, এখন তাঁকে কিনতে হচ্ছে ৪৩ শতাংশ বেশি মূল্য দিয়ে।


মেসি নামের ভার খুব ভালো করেই বুঝতে পারছেন পিএসজি–ভক্তরা!

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ