ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০২:২৪ পিএম আপডেট: আগস্ট ৪, ২০২১, ০৮:২৪ এএম
পিএসজি তারকার সঙ্গে ইসরাইলিদের এ কেমন আচরণ!

নেইমার ও এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।


শুধু পরাজয়ই নয়,  ফ্রেঞ্চ সুপারকাপের শিরোপাও হাতছাড়া হলো মরিসিও পচেত্তিনোর দলের।

লিলের কাছে রোববার ফ্রেঞ্চ সুপারকাপে ১-০ গোলে হেরে গেছে পিএসজি। তাতে ৮ বছর পর শিরোপা পিএসজির ঘরে উঠল না।

তবে এমন শিরোপা হারানোর দিনেও আলোচনায় এসেছে অন্য একটি ইস্যু। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসরাইলের তেলআবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে।

ম্যাচটি অবশ্য ফ্রান্সে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের কোটিপতি সিলভান অ্যাডামসের অর্থায়নে হওয়া ম্যাচটি পরে তেলআবিবে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যালারিতে ২৭ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন।

আর অসংখ্য ইসরাইলি দর্শকরা ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে।

ম্যাচে পিএসজির মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি যখনই বলে পা ছুঁয়েছেন ইসরাইলি দর্শকরা গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন।
নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন তারা।

ইচ্ছেমতোবাঁশি বাজিয়ে, কটাক্ষ করে হাকিমির মনসংযোগ নষ্ট করেছেন।

আশরাফ হাকিমির সঙ্গে ইসরাইলি দর্শকদের এমন আচরণের পেছনে সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ঘটনায় জড়িত বলে ধারণা অনেকের।  

গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও!’ বিষয়টি ইসরাইলিদের পছন্দ হয়নি। আর তা মনেও রেখেছেন তারা।

ম্যাচে শুধু হাকিমিই মুসলিম খেলোয়াড় ছিলেন না। লিলের হয়ে মাঠ মাতিয়েছেন তুরস্কের স্ট্রাইকার বুরাক ইলমাজ। কিন্তু তাকে ইসরাইলি সমর্থকদের দুয়ো শুনতে হয়নি।

যে কারণে হাকিমির বিষয়টি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ ইস্যুতে জড়িত বলেই ধারণা করা হচ্ছে।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ