ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার রেকর্ড গড়লো ভারত


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:২২ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার রেকর্ড গড়লো ভারত

 ‘ভারতের এত প্রতিভা যে এক দলে কুলায় না’—কদিন আগে শ্রীলঙ্কায় ভারতের ‘দ্বিতীয় সারির’ দলের সফর প্রসঙ্গে বলেছিলেন বীরেন্দর শেবাগ। আপাতত সে প্রতিভার সুবিচার করতে পারছে না ভারত। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২০ ওভার ব্যাট করেও এক শ করতে পারেনি ভারত। ৮ উইকেট হারিয়ে থেমেছে ৮১ রানে।

করোনাভাইরাসে আক্রান্ত ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে আসায় ভারতের আরও আটজন ক্রিকেটারকে যেতে হয়েছে আইসোলেশনে। একাদশের ভারসাম্য রাখতে হিমশিম খাওয়া ভারত আগের ম্যাচেই হেরেছিল ১৩২ রানে গুটিয়ে গিয়ে। ভুবনেশ্বর কুমারকেও আসতে হয়েছে ছয়ে ব্যাট করতে।

এবার তারা ফিরিয়ে আনল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরের স্মৃতি। ৬৩ রানেই ৮ উইকেট হারানোর পর নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের স্কোরের রেকর্ডটা ভাঙতে বসেছিল তারা। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের ২৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে সেটি এড়িয়েছে ভারত। টি-টোয়েন্টিতে এটি এখন ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর।

নিজেদের একটা রেকর্ড আজ ঠিকই ভেঙেছে শিখর ধাওয়ানের দল। ২০ ওভার ব্যাট করে এর আগে কখনোই এত কম রানে আটকে যায়নি তারা। সর্বশেষ ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নটিংহ্যামে ২০ ওভার ব্যাট করেও ভারত তুলতে পেরেছিল ১১৮ রান। সেবারও ৮ উইকেট হারিয়েছিল তারা।

সব মিলিয়ে ২০ ওভার ব্যাট করে সবচেয়ে কম রান তোলার রেকর্ডটি ইরানের। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুরো ওভার খেলেও ৬১ রানের বেশি তুলতে পারেনি তারা। অবশ্য আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মাঝে এমন রেকর্ডে ভারতের ওপর আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়রা আটকে গিয়েছিল ৭৯ রানেই।

এদিন ভারতের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন। সর্বোচ্চ জুটিটিও ১৯ রানের—ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপের। ভারতের ব্যাটিং ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন তিনি মাত্র ৯ রান দিয়ে। শ্রীলঙ্কার হয়ে ভারতের বিপক্ষে এর আগে কখনোই কোনো বোলার এত কম রান দিয়ে এত উইকেট নেননি।

হাসারাঙ্গার উজ্জ্বল দিনে ২০ রানে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। একটি করে নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও রমেশ মেন্ডিস। এ ছাড়া ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন আকিলা দনাঞ্জয়া।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ