ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেইমারের ঘোষণা, ‘পরের বিশ্বকাপ আমার’


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:১৫ পিএম আপডেট: জুলাই ২৯, ২০২১, ১১:৩৩ পিএম
নেইমারের ঘোষণা, ‘পরের বিশ্বকাপ আমার’

বয়সটা ২৯ হয়ে গেছে। যে অমিত সম্ভাবনা নিয়ে ফুটবলে আগমন ঘটেছিল নেইমার জুনিয়রের। ততটা তিনি দেখাতে পেরেছেন কি না তা নিয়ে তর্ক আছে। দেশের হয়ে দুইটি বিশ্বকাপ খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নেইমারের। ২০২২ সালের কাতার বিশ্বকাপ বড় সুযোগ হতে পারে ব্রাজিলিয়ান তারকার জন্য।

 এই বিশ্বকাপটা জিততে চান নেইমার নিজেও। সম্প্রতি নিজের ক্লাব পিএসজির আগামী মৌসুমের ম্যাগাজিনের জন্য ক্লাবটির আরেক তারকা কিলিয়ান এমবাপেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, আগামী বিশ্বকাপটা নিজের করে নিতে চান।
বিশেষ এই সাক্ষাৎকারে কখনো নেইমার হয়েছেন সংবাদকর্মী, কখনো এমবাপে। শুরুতেই ফরাসি তারকা বলেন, ‘সংবাদকর্মী হিসেবে তো আমি তেমন ভালো না। কী জিজ্ঞেস করব নেইমারকে? আচ্ছা, প্রায় সবকিছুই জেতার পর এখন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’

নেইমার এর জবাবে বলেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর তোমার জন্য তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়?’
এমবাপেও তার জবাবে বলেন, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়?’ জবাবে নেইমার জানিয়ে রেখেছেন আগামী বিশ্বকাপটা হবে তার। তিনি বলেন, ‘না, পরের বিশ্বকাপ আমার। এর বাইরে তোমার বড় স্বপ্ন কোনটি?’
কম যাননি এমবাপেও। নেইমারকে জবাব দিতে গিয়ে বলেছেন চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি আগামী বিশ্বকাপটাও জেতা গেলে মন্দ হয় না। আর বছর দেড়েক পরই বিশ্বকাপ। লড়াইটা যে জমজমাট হবে ওই বার্তা আগেই দিয়ে রাখলেন নেইমার-এমবাপেরা। 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ