ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

২১ মিনিটের সেই ঘটনায় অলিম্পিক থেকে বাদ আর্জেন্টিনা


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৮:৫৫ পিএম
২১ মিনিটের সেই ঘটনায় অলিম্পিক থেকে বাদ আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী স্পেনের বিপক্ষে জিততেই হতো আর্জেন্টিনার।


গত দুই ম্যাচে এক জয় ও এক হার দিয়ে নিজেদের  ‘সি’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে ছিল ফার্নান্দো বাতিস্তার দল।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মিসরকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

তাই কোয়ার্টার ফাইনালে উঠতে স্পেনের বিপক্ষে আজ জিততেই হবে।

এমন খাদের কিনারায় থেকে বাংলাদেশ সময় আজ বিকাল ৫টায় সাইতামা স্টেডিয়ামে শুরু স্পেনের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

কিন্তু আলবিসেলেস্তেরা পারেনি। কোপা আমেরিকা জয়ী দেশটির অনুর্ধ্ব-২৩ দল পারেনি অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে উঠতে।

স্পেনের সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করে টুর্নামেন্টকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা।

এর আগের ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। কিন্তু কোপা জয়ী আর্জেন্টিনার তরুণ দল তা পারল না।

খেলায় প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। ২১ মিনিটে মেরিনোর নেওয়া ফ্রি-কিক স্পেনের গোলপোস্টের খানিকটা ওপর দিয়ে চলে যায়।

এর দুই মিনিট পরই দুর্দান্ত এক হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন আর্জেন্টাইন তারকা গাইস। কিন্তু বল গ্লোভসবন্দি করেন স্পেনের গোলরক্ষক।

৩৫তম মিনিটে স্পেনের কুকুরেলা দারুণ নৈপূণ্য দেখান। বল নিয়ে আর্জেন্টিনার রক্ষণে সতীর্থ ওয়ারজাবালের কাছে দেন। কিন্তু ওয়ারজাবাল পোস্টের অনেক উপর দেয়ে বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

৪০তম মিনিটে স্পেনের ভাগ্যে ফ্রি-কিক জুটে। জোরালো কিক নেন দানি ওলমো। কিন্তু শট আর্জেন্টাইন গোলরক্ষক লেদেমসাকে কিছুই করতে হয়নি। গোলবারের ওপর দিয়ে উড়ে যায় বল। রেফারির দেওয়া অতিরিক্ত এক মিনিট সময়েও স্কোরের খাতায় নাম লেখাতে পারেননি দুদলের কেউ।

ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে নেমেই ওয়ারজাবাল তার কারিশমা দেখান। ৫৫তম মিনিটে বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়েন আর্জেন্টাইন রক্ষণে। বাঁ-পায়ের শটও নেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাকে।

পাল্টা আক্রমণে স্পেনের জালের কাছে বল নিয়ে ছুটে যান ভেরা। তবে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করতে পারেননি তিনি।

অবশেষে ৬৬তম মিনিটে জালের ঠিকানা খুঁজে পেল স্পেন। ওলমো ক্রস থেকে ভেসে আসা বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেরিনো। লেদেসমাকে পরাস্ত করে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন।

১-০ তে লিড নেয় স্পেন।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ