ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্টিনেজের সোজা কথা: মেসিই পৃথিবীর সেরা ফুটবলার


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০১:০৫ পিএম আপডেট: জুলাই ২৭, ২০২১, ০৭:০৫ এএম
মার্টিনেজের সোজা কথা: মেসিই পৃথিবীর সেরা ফুটবলার

দিয়েগো ম্যারাডোনা, পেলে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, এদের মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের সঠিক উত্তর আজও পাওয়া যায়নি। লাউতারো মার্টিনেজ অবশ্য সোজা কথায় জানিয়ে দিলেন, মেসি পৃথিবীর সেরা ফুটবলার।

খেলোয়াড় হিসেবে মেসির অর্জন কম নয়। ক্লাব পর্যায়ে বরাবরই অনন্য তিনি। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০টিরও বেশি শিরোপা জিতেছেন। দুই সপ্তাহ আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে জাতীয় দলের হয়ে বহুল আকাঙ্খিত শিরোপা খরাও কাটিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। সর্বশেষ কোপা আমেরিকায় নিজে চার গোল করার পাশাপাশি সতীর্তদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। ২০২০-২১ ক্লাব মৌসুমেও দিয়েছেন নিজের সেরাটা। বার্সার হয়ে স্প্যানিশ লা লিগায় ২৯ গোল করে জিতেছেন পিচিচি ট্রফি। ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি অর জয়ের সামনে দাঁড়িয়ে আছেন এলএমটেন।

সবকিছু বিবেচনা করে মার্টিনেজ বলছেন, মেসির কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাদের, ‘মেসি পৃথিবীর সেরা ফুটবলার। সে সর্বোচ্চ পর্যায়ে অনুশীলন করে এবং সবার জন্য উদাহরণস্বরূপ। সব জায়গায় এমন কিছু করে দেখায় যা অন্য খেলোয়াড়রা পারে না। তার কাছে আমাদের অনেক শেখার আছে।’

মেসির সঙ্গে প্রথম খেলার স্মৃতিচারণ করতে গিয়ে মার্টিনেজ বলেন, ‘প্রথম জাতীয় দলে জায়গা পাওয়ার দিনটির কথা কখনও ভুলতে পারবো না। মেসি আমাকে গ্রহণ করল, যেটা আমার কাছে স্বপ্ন ছিল। কারও কোন প্রস্তাব সে ফিরিয়ে দেয় না। এর আগে কয়েকটা ফাইনাল হেরে সে ক্ষুধার্ত ছিল। অবশেষে শিরোপা জিততে পেরে আমরা অনেক খুশি।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ